এনরিকে ফিরতে চাইলে সরে দাঁড়াবেন স্পেন কোচ মোরেনো
গত জুনে ক্যান্সারে আক্রান্ত মেয়ের পাশে থাকার জন্য স্পেনের জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন লুইস এনরিকে। কয়েকদিন আগেই ক্যান্সারের সাথে লড়াইয়ে হার মেরে মারা গেছে এনরিকের নয় বছরের মেয়ে জানা। বর্তমান স্পেন কোচ রবার্ট মোরেনো জানিয়েছেন, এনরিকে চাইলে যেকোনো সময়ই তিনি কোচের পদ থেকে সরে দাঁড়াবেন।
বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর ১১ মাস জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন এনরিকে। জুনে ক্যান্সারে আক্রান্ত মেয়ের জন্য কোচিং থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন তিনি। তার পরিবর্তে স্পেনের দায়িত্ব নেন এনরিকেরই সহকারী মোরেনো। তবে যে মেয়ের জন্য কোচের দায়িত্ব ছেড়েছিলেন এনরিকে, তাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি।
মোরেনো বলছেন, এনরিকে চাইলে নিজের আগের দায়িত্বটা বুঝে নিতে পারেন, ‘এনরিকে যদি আবার কখনো জাতীয় দলের কোচ হিসেবে ফিরতে চায়, আমি স্বেচ্ছায় সরে দাঁড়াবো। তার সহকারী হিসেবেই কাজ করতে রাজি আমি। সে আমার খুব ভালো বন্ধু, বন্ধুত্বের জন্য আমি সবকিছু করতে রাজি।’
এই মুহূর্তে ইউরো ২০২০ বাছাইপর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে স্পেন। আগামীকাল রোমানিয়া ও রবিবার ফারো আইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। মোরেনো এই দুই ম্যাচ জিতে সেটা এনরিকের মেয়েকে উৎসর্গ করতে চান, ‘সপ্তাহটা খুব কঠিন ছিল সবার জন্য। এমন সময়ে সামান্য আনন্দ যদি নিয়ে আসা যায় সেটার চেষ্টাই করবো। দল হিসেবে আমরা এটুকুই করতে পারি তার জন্য।’