শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ অ-১৮ দলের উড়ন্ত সূচনা
কাঠমান্ডুতে সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। গ্রুপ 'বীতে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছে ৩-০ ব্যবধানে।
এপিএফ স্টেডিয়ামে বাংলাদেশ ম্যাচে এগিয়ে গিয়েছিলেন খেলার একেবারে শুরুতেই। কিক অফ থেকে ওঠা আক্রমণে কর্নার পেয়েছিল বাংলাদেশ। ম্যাচের সময় এক মিনিট হওয়ার আগেই তানবির হোসেনে কর্নার থেকে হেডে গোল করে এগিয়ে নেন দলকে।
দ্বিতীয় গোলের জন্য অবশ্য বাংলাদেশকে এরপর অপেক্ষা করতে হয়েছে ৭৭ মিনিট পর্যন্ত। ওই গোলের উৎসও কর্নার। তবে হেডে নয়, দারুণ এক ভলিতে। জটলার ভেতর থেকে ডিবক্সের ঠিক সামনে বল পেয়েছিলেন ফাহিম মোর্শেদ। এরপর দুর্দান্ত এক ভলিতে করেছেন দ্বিতীয় গোলটি। ৮৬ মিনিটে ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ব্যবধান বাড়ান আরও।
২৩ তারিখ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। ছয় দলের টুর্নামেন্টে তিনটি করে করে দল দুই গ্রুপে বিভক্ত। দুই গ্রুপ থেকে দুইটি করে দল উঠবে সেমিফাইনালে।