• সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়শিপ
  • " />

     

    শেষ মুহুর্তের গোলে ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশ যুবাদের

    শেষ মুহুর্তের গোলে ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশ যুবাদের    

    সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ
    ফাইনাল
    বাংলাদেশ ১-২ ভারত



    নেপালের এপিএফ স্টেডিয়ামে এদিন কিছুই গেল না বাংলাদেশের পক্ষে। না শুরুটা, না শেষটা, না মাঝের সময়টা। ফাইনাল ম্যাচ দেখল মোট তিন লাল কার্ড, যার দুটিই বাংলাদেশের। এর ভেতর একজন অধিনায়ক ইয়াসিন আরাফাত। এরপরও বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু ৯১ মিনিটে হতভম্ভ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকল না তাদের। গোল থেকে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে রবি বাহাদুর ভেঙেছেন বাংলাদেশের হৃদয়। সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে তাই আরও একবার শিরোপা হাতছাড়া হলো লাল-সবুজদের।

    ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবুজ-সাদা জার্সির ভেতর মলিন মুখগুলো গল্প বলে দিয়েছে পুরোটা। কাঠমান্ডুতে শুরুটাই ভালো হয়নি বাংলাদেশের। এর আগে ২৭০ মিনিট গোল হজম না করা বাংলাদেশ ভারতের বিপক্ষে গোল খেয়ে বসল ম্যাচের দেড় মিনিটেই।

    মিডফিল্ডে বাংলাদেশের অর্ধের ঠিক ওপাশ থেকে লং বল পাঠিয়েছিল ভারত, হেডে ফ্লিক করে সেই বল ডিবক্সের আগে ফেলে দারুণ এক আক্রমণ তৈরি করে তারা। বিক্রম প্রতাপ সিংও দারুণ এক দৌড় দিয়ে এলোমেলো করে দিয়েছিলেন বাংলাদেশের রক্ষণ। এরপর গোলরক্ষকের কাছকাছি গিয়ে কঠিন অ্যাঙ্গেল থেকে চমৎকার ফিনিশে গোল করে এগিয়ে নেন তিনি ভারতকে।  

    বাংলাদেশ এরপর গুছিয়ে ওঠার চেষ্টা করছিল ধীরে ধীরে। কিন্তু ২১ মিনিটে মাঝমাঠে এক ফাউলকে কেন্দ্র করে হুট করেই উত্তাপ ছড়ায় দুই দলের খেলোয়াড়দের মাঝে। পরে সে ঘটনার জের ধরে নেপাল রেফারি কাবিন ব্যাঞ্জানকি হলুদ কার্ড দেখান বাংলাদেশের মোহাম্মদ হৃদয়কে, যিনি আগেই আরেকটি হলুদ পেয়েছিলেন। আর ভারতের গুরকিরাত সিং দেখেন সরাসরি লাল কার্ড। তাই দুই দলই তখন ১০ জনের দলে পরিণত হয়।

    ম্যাচের প্রথম ২০ মিনিটে রেফারি হলুদ কার্ড দেখিয়েছেন মোট তিনটি। এর ভেতর বাংলাদেশের যে দুজন হলুদ কার্ড দেখেছেন তারা দুইজনই বিরতির আগে মাঠ ছেড়েছেন লাল কার্ড দেখে। বাংলাদেশ নয় জনের দলে পরিণত হওয়ার আগে অবশ্য দুর্দান্ত একটি মুহুর্ত কাটিয়েছিল ইয়াসিনের কল্যাণেই।

    কর্নার থেকে আমির হাকিম বাপ্পির বাইসাইকেল কিক দূরের পোস্ট থেকে ভলিতে ভারতের জালে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন বাংলাদেশ অধিনায়ক। এরপর বাধভাঙা উদযাপনে জার্সি অর্ধেকটা খুলতে গিয়েও আর খোলেননি। কিন্তু রেফারির চোখ এড়ায়নি ঘটনা। গোল উদযাপন শেষে ডিফেন্সে ফিরে কিক অফের অপেক্ষায় ছিলেন ইয়াসিন। কিন্তু রেফারি তাকে ডেকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন।

    ম্যাচ থেকে আসলে তখনই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। একজন কম নিয়ে এখান থেকে ভারতের বিপক্ষে ফিরতে দারুণ কিছু করতে হত। সেটা করা হয়নি। অবশ্য সুযোগ যে একেবারেই আসেনি তাও নয়। প্রথমার্ধে বাংলাদেশ গোলরক্ষক শুশান্ত কুমার ভালো দুইটি সেভ করেছেন। এর ভেতর একবার নিশ্চিত গোল বাঁচিয়েছেন। দ্বিতীয়ার্ধে তাকে ব্যস্ত থাকতে হয়েছে। প্রতি-আক্রমণে নির্ধারিত সময় শেষ হওয়ার ৫ মিনিট আগে বাংলাদেশ ভালো একটি সুযোগ পেয়েও হাতছাড়া করে। আর শেষে তাদের কপাল পুড়েছে দুর্দান্ত এক গোলে।

    বাংলাদেশকে হারিয়ে ভারত প্রথমবারের মতো সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল। আর বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো ফিরল রানার্স আপ হয়ে। গ্রুপ পর্বেও এই দুইদল মুখোমুখি হয়েছিল একে অপরের বিপক্ষে। সেবার গোলশুন্য ড্রয়ে শেষ হয়েছিল ম্যাচ।