• সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়শিপ
  • " />

     

    সাফ অনুর্ধ্ব-১৮ ফাইনাল : বাংলাদেশ-ভারত ম্যাচ দেখুন এখানে

    সাফ অনুর্ধ্ব-১৮ ফাইনাল : বাংলাদেশ-ভারত ম্যাচ দেখুন এখানে    

    কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে চলছে সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

    ম্যাচের একেবারে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর ২৩ মিনিটে দুই দলই পরিণত হয় ১০ জনের দলে। ফাউল নিয়ে রেষারেষি হাতাহাতি পর্যায়ে পৌছালে ভারত ফরোয়ার্ড গুরকিরাত সিংকে লাল কার্ড দেখান রেফারি। আর মোহাম্মদ হৃদয় ২০ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন। ওই একই ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

    ৪০ মিনিটে বাংলাদেশ অধিনায়ক ইয়াসিন আরাফাত সমতাসূচক গোলটি করেন। কিন্তু উদযাপনের সময় জার্সি খুলে ফেলার চেষ্টা করায় তিনিও দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। প্রথমার্ধে খেলা শেষ হয় ১-১ সমতায়, বাংলাদেশ আপাতত খেলছে ৯ জন নিয়ে।






    বাংলাদেশ স্কোয়াড (জার্সি নম্বর সহ)
    ১ শুশান্ত কুমার রায়
    ২ সাদেকুজ্জামান ফাহিম
    ৩ ইয়াসিন আরাফাত (লাল কার্ড)
    ৫ তানবির হোসেন
    ৬ কাজী রাহাদ মিয়া
    ৭ মারাজ হোসেন
    ৯ আমির হাকিম
    ১০ ফয়সাল আহমেদ ফাহিম
    ১১ জামির উদ্দিন
    ১৪ মোহাম্মদ হৃদয় (লাল কার্ড)
    ১৭ ফাহিম মোর্শেদ

    ম্যাচ প্রিভিউ পড়ুন এখানেঃ
    ভারত-বধের পরিকল্পনাটা 'রহস্যই' রেখে দিলেন বাংলাদেশ যুবাদের কোচ