• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'গার্দিওলার অধীনে খেলা বেশ ক্লান্তিকর'

    'গার্দিওলার অধীনে খেলা বেশ ক্লান্তিকর'    

    খেলোয়াড়দের সেরাটা বের করে আনার দিক দিয়ে ফুটবলে ম্যানেজারদের মধ্যে পেপ গার্দিওলার জুড়ি মেলা ভার। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার মূল কারিগর তিনিই। শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সিটি ফুটবলারদের কাছ থেকে গার্দিওলার চাহিদা অনেক, নিজেদের সেরাটা দিতে না পারলে জায়গা মিলবে না তার দলে। সিটির ফরোয়ার্ড বের্নার্দো সিলভাও স্বীকার করেছেন; স্প্যানিশ ম্যানেজারের অধীনে খেলাটা বেশ ক্লান্তিকর।

     

     

    ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলার অধীনে অনুশীলনের অভিজ্ঞতার কথা বলেছেন সিলভা, "পেপ-এর অধীনে অনুশীলন বেশ কঠিন এবং একটু কষ্টকরও। কারণ আমাদের সবার ফর্ম ধরে রাখা নিশ্চিত করতে তার চাহিদা অনেক। অবশ্যই এটা ক্লাবের এবং আমাদেরই বৃহত্তর স্বার্থে। এটা আমাদের করতেই হয়। মৌসুমের সম্ভাব্য সব শিরোপার জন্য লড়াই করতে চাইলে পেপ-এর মত ম্যানেজার থাকা দরকার, যে আপনার সেরাটা বের করে আনতে পারবে। মাঝেমধ্যে এভাবে টানা অনুশীলন করে যাওয়া বেশ কষ্টকর হয়ে পড়ে। কিন্তু গার্দিওলা থাকায় কারও অনুশীলনে এতটুকু ছাড় দেওয়ার অবকাশ নেই।"

     

     

    মোনাকো ছেড়ে সিটিতে যোগ দেওয়ার পর এই গার্দিওলার অধীনেই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন সিলভা। ২০১৮-১৯ মৌসুমে সিটির সেরা ফুটবলারও হয়েছিলেন তিনি। সিলভা জানিয়েছেন; গার্দিওলার দর্শন এবং সিটির ফুটবল প্রজেক্টে সম্পূর্ণ আস্থা আছে তার, "সিটি এখন আমার বাড়ির মত। সমর্থক থেকে শুরু করে কোচিং স্টাফ, সতীর্থরা- সবাই আমাকে দারুণভাবে আপন করে নিয়েছে। এজন্যই ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছি। ভবিষ্যতে আমরা ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের জন্যও লড়বো। এমন দলে থাকতে পারাটা দারুণ সৌভাগ্যের এবং সিটির উচ্চাঙ্ক্ষার জন্য জয়ের ক্ষুধাও বেড়ে গিয়েছে কয়েকগুণ।"