হেন্ডরিকস-ডি ককে ভারতকে উড়িয়ে সিরিজ ড্র দক্ষিণ আফ্রিকার
ভারত ১৩৪/৯, ২০ ওভার
দক্ষিণ আফ্রিকা ১৪০/১, ১৬.৫ ওভার
দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী ও সিরিজ ১-১ এ ড্র
বিউরান হেন্ডরিকসের দারুণ বোলিংয়ের পর অধিনায়ক কুইন্টন ডি ককের দুর্দান্ত এক ইনিংসে বেঙ্গালুরুতে ভারতকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে দক্ষিণ আফ্রিকা। পাওয়ারপ্লে সহ ৪ ওভারে মাত্র ১৪ রানে ২ উইকেট নিয়েছেন হেন্ডরিকস, আর রানতাড়ায় ডি কক খেলেছেন ৫২ বলে ৭৯ রানের ইনিংস। ভারতের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা পেরিয়ে গেছে ৯ উইকেট ও ১৯ বল বাকি রেখেই। ধরমশালায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর মোহালিতে জিতে এগিয়ে ছিল ভারত।
চিন্নাস্বামীতে টসে জিতে ব্যাটিং নেওয়া ভারতের শুরুটা ছিল ভালই, এরপরই তাদেরকে নাটকীয়ভাবে চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওভারে হেন্ডরিকসের বলে রোহিত শর্মা ফিরলেও শিখর ধাওয়ানের ঝড়ো ব্যাটিংয়ে ৭ ওভারে ৬২ রান তুলেছিল ভারত। শামসিকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে গিয়ে ক্যাচ দেওয়ার আগে ধাওয়ান করেছেন ২৫ বলে ৩৬ রান, শামসিকে পরপর দুই বলে দুই ছয়সহ। তার উইকেটের পরই ভারতকে চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকা, এরপরের ১৩ ওভারে আর ৬২ রান তারা তুলতে পেরেছে ধাওয়ানের উইকেটসহ ৮টি হারিয়ে।
হেন্ডরিকসের সঙ্গে উদযাপন হেন্ডরিকসের!
বিরাট কোহলিকে ফিরিয়েছেন কাগিসো রাবাদা, এরপর একই ওভারে জোড়া আঘাত করেছেন বাঁহাতি অর্থোডক্স বিওর্ন ফরটুইন- ঋশাভ পান্ট ক্যাচ দেওয়ার পর স্টাম্পড হয়েছেন শ্রেয়াস আইয়ার। ৯৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলার ক্ষতটা ভারতের পূরণ হয়নি আর, জাদেজা বা পান্ডিয়াদের চেষ্টাও হয়েছে ব্যর্থ। দুই ওভারের স্পেলে ফিরে হেন্ডরিকস ফিরিয়েছেন ক্রুনাল পান্ডিয়াকে। হারদিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা টিকে ছিলেন, তবে রান তুলতে কষ্টই করতে হয়েছে তাদের। দুজন মিলে ২৯ রান করেছেন ২৮ বল খেলে। শেষ ওভারে রাবাদার বলে ৭ রান তুলেছে ভারত, হারিয়েছে ৩ উইকেট। জাদেজা ও পান্ডিয়ার ক্যাচ দেওয়ার মাঝে রান-আউট হয়েছেন ওয়াশিংটন সুন্দর।
১৩৪ রানের সম্বল নিয়ে পাওয়ারপ্লেতে প্রথম ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়েছিল ভারত, তবে ডি কক শীঘ্রই চড়াও হয়েছেন তাদের ওপর। ৫ম ওভারে নভদিপ সাইনিকে দুই ছয়ের পর পাওয়ারপ্লেতে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা তুলেছে ৪৩ রান। রিজা হেন্ডরিকস ও ডি কক ওপেনিং জুটিতেই ১০ ওভারে তুলে ফেলেছিলেন ৭৬ রান। কোহলির দারুণ ক্যাচে হেন্ডরিকস ফিরেছেন ২৬ বলে ২৭ রানে, তবে ডি কককে থামাতে পারেনি ভারত। হেন্ডরিকসের উইকেটের ওভারেই পান্ডিয়াকে দুই চার মেরে ফিফটি পূর্ণ করে তিনি বার্তা দিয়েছেন- দিনটা তারই।
২৩ বলে ২৭ রানে অপরাজিত থাকা টেমবা বাভুমাকে নিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেই ফিরেছেন ডি কক, পরে হয়েছেন সিরিজসেরাও।
এ সফরে এরপর তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা।