অ্যাওয়ে টেস্টে জিতলে দ্বিগুণ পয়েন্ট চান কোহলি
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন নিয়মে প্রতি ম্যাচেই থাকছে পয়েন্ট। ভারতের অধিনায়ক বিরাট কোহলি অবশ্য পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আনার প্রস্তাব দিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে কোহলি জানিয়েছেন, অ্যাওয়ে সিরিজে খেলতে যাওয়া দলকে ম্যাচ জিতলে বাড়তি পয়েন্ট দেওয়া উচিত।
কোহলি বলছেন, প্রথম আসরে না হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর থেকে পয়েন্ট পদ্ধতির পরিবর্তন চান তিনি, ‘যদি আমাকে পয়েন্ট টেবিলের দায়িত্ব দেওয়া হতো, তাহলে আমি অ্যাওয়ে টেস্ট জেতার জন্য পয়েন্ট দ্বিগুণ করে দিতাম। এটা আমি অবশ্যই দেখতে চাই। হয়তো প্রথম আসরে আর সম্ভব হবে না, দ্বিতীয় আসরে এটা করা যেতে পারে।’
মনযোগী কোহলি ব্যস্ত অনুশীলনে
পয়েন্ট পদ্ধতির এমন পরিবর্তন টেস্ট চ্যাম্পিয়নশিপকে আরও বেশি জমিয়ে তুলবে বলেই বিশ্বাস কোহলির, ‘এমনিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিটা ম্যাচের গুরুত্ব অনেক বেড়ে গেছে। আগে অনেক সময় ড্রয়ের জন্য খেলা হতো। এখন সবাই বাড়তি পয়েন্টটা চায়। এটা টেস্টের জন্যই ভালো। টেস্টের মানও বাড়বে পয়েন্টের কারণে। গত কয়েক ম্যাচে এটা আমরা ভালোভাবেই অনুভব করতে পেরেছি।’
কোহলির অধীনে ঘরের মাটিতে ২২ টেস্টের ১৬টিতেই জিতেছে ভারত, হার একটিতে। তবে কোহলি বলছেন, নিজেদের মাটিতেও ভারতের জন্য কাজটা সহজ হয় না, ‘ঘরের মাঠ হলেও কন্ডিশন আমাদের জন্য সহজ না। যখন বল ঘুরতে থাকে, তখন অনেক সময় আমাদেরও ব্যাটিং করতে সমস্যা হবে। তবে আমরা অজুহাত না খুঁজে সমাধান খুঁজি। এজন্যই হয়তো আমরা এতো ম্যাচ জিতছি। ঘরের মাঠে খেলা হলেই নিশ্চিতভাবে জিতে যাবো, এমন মানসিকতা আমাদের নেই।’