• ইংলিশ লিগ কাপ
  • " />

     

    টাইব্রেকারে জিতে হাঁপ ছেড়ে বাঁচল ইউনাইটেড

    টাইব্রেকারে জিতে হাঁপ ছেড়ে বাঁচল ইউনাইটেড    

    একদিন আগেই টাইব্রেকারে চতুর্থ বিভাগের দল কোলচেস্টার ইউনাইটেডের কাছে হেরে কারাবাও কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল টটেনহাম। টটেনহামের মতো পরিণতি হতে পারত ম্যানচেস্টার ইউনাইটেডেরও। দ্বিতীয় বিভাগের দল রোচডেলকে হারাতে টাইব্রেকার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ওলে গানার সোলশারের দলকে। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে জিতেই পরের রাউন্ডে গেছে ইউনাইটেড। 

    ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি ইউনাইটেড-রোচডেলের কেউই। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ইউনাইটেডকে লিড এনে দেন মেসন গ্রিনউড। জেসে লিনগার্ডের পাসে বল পেয়ে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান গ্রিনউড। ৭৬ মিনিটে ওল্ড ট্রাফোর্ডকে স্তব্ধ করে দিয়ে ম্যাচে সমতা আনে রোচডেল। অলিভার র‍্যাথবোনের ক্রসে লুক ম্যাথেসনের শটে পরাস্ত হন ইউনাইটেড গোলরক্ষক। 
     

     

    FcTables.com

    টাইব্রেকারে স্বস্তি ফিরল রেড ডেভিলদের

     

    নির্ধারিত সময়ের খেলা ১-১ এ শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রোচডেলের হয়ে দ্বিতীয় পেনাল্টি নিতে আসা জিমি কেওহানের শট ঠেকিয়ে দেন রোমেরো। ইউনাইটেডের ড্যানিয়েল জেমস পঞ্চম পেনাল্টিতে গোল করলে চতুর্থ রাউন্ড নিশ্চিত হয় সোলশারদের। 

    চতুথ রাউন্ডে উঠতে অবশ্য ইউনাইটেডের মতো এতো কষ্ট করতে হয়নি চেলসিকে। তৃতীয় বিভাগের দল গ্রিমসবি টাউনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। জোড়া গোল করেছেন মিচি বাতসুয়াই। চেলসির অন্য গোলগুলো এসেছে রস বার্কলি, পেদ্রো, কুর্ত জউমা, রিচ জেমস ও হাডসন ওডোইয়ের পা থেকে। গ্রিমসবির হয়ে একমাত্র গোলটি করেন ম্যাট গ্রিন।

    চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ চেলসি। আর্সেনাল খেলবে লিভারপুলের বিপক্ষে। অন্য ম্যাচে মুখোমুখি হবে অক্সফোর্ড ইউনাইটেড-সান্ডারল্যান্ড, অ্যাস্টন ভিলা-উলভস, বার্টন-লেস্টার সিটি, এভারটন-ওয়াটফোর্ড, ম্যানচেস্টার সিটি-সাউদাম্পটন, ক্রাওলি টাউন-কোলচেস্টার ইউনাইটেড।