• ইউরো বাছাইপর্ব
  • " />

     

    পগবা নেই, কান্তে, এমবাপ্পে ফিরলেন ফ্রান্স দলে

    পগবা নেই, কান্তে, এমবাপ্পে ফিরলেন ফ্রান্স দলে    

    ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি পল পগবা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অবশ্য খেলেছেন, তবে পুরোপুরি ফিট নন তিনি। ফ্রান্স জাতীয় দলে পগবাকে নিয়ে তাই আর ঝুঁকি নেননি দিদিয়ের দেঁশো। ইউরো বাছাইপর্বে অক্টোবরের ম্যাচের  জন্য পগবাকে দলে রাখেননি তিনি। তবে ইনজুরি থেকে সেরে ওঠায় অনুমিতভাবেই আবার ফ্রান্সের হয়ে ডাক পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

    এনগোলো কান্তে ফিরেছেন ইনজুরি থেকে। তিনি ফিরেছেন দলে। প্রেসনেল কিমপেম্বে জায়গায় পেয়েছেন ডিফেন্ডার হিসেবে। বার্সেলোনার স্যামুয়েল উমতিতিও ইনজুরিতে। তাই দলে জায়গা হয়নি তারও। ফ্রান্সের অভিজ্ঞ গোলরক্ষক স্টেভেন মাঁদাদা ডাক পেয়েছেন দলে।  

    টটেনহামের টাঙ্গুয়ে এন্দম্বেলে ফ্রান্স দলে ফিরেছেন। আর আর্সেনালের মাতেও গুন্দোজি আছেন অনুর্ধ্ব-২১ দলে, জাতীয় দলে তাই এবার আর ডাকা হয়নি তাকে।

    বিশ্বকাপ জয়ীরা ১২ অক্টোবর রেকিয়াভিকে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে। ১৫ অক্টোবর ঘরের মাঠে গ্রুপের শীর্ষে থাকা তুরস্কের বিপক্ষে খেলবে ফ্রান্স। 

    ফ্রান্স স্কোয়াড
    গোলরক্ষক 

    আলফোন্সো আরিওলা, হুগো লরিস, স্টেইভেন মাঁদাদা
    ডিফেন্ডার
    ক্লেমেন্ত লেংলে, লুকাস হার্নান্দেজ, লুকাস ডিনিয়ে, লিও ডুবোয়ে, কিমপেম্বলে, বেঞ্জামিন পাভার্দ, কার্ট জুমা
    মিডফিল্ডার 
    এনগোলো কান্তে, ব্লেইস মাতুইদি, কোরেন্টিন তলিসো, টাঙ্গু এনদম্বেলে, মুসা সিসোকো 
    ফরোয়ার্ড 
    বিন ইয়েদের, কিংসলে কোমান, জোনাথন ইকোনো, থমাস লেমার, অ্যান্টোয়ান গ্রিযমান, অলিভিয়ের জিরু, কিলিয়ান এমবাপ্পে