• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সিটির গোল না পাওয়ায় অবাক ভ্যান ডাইক

    সিটির গোল না পাওয়ায় অবাক ভ্যান ডাইক    

    উলভারহ্যাম্পটন-ম্যানচেস্টার সিটি ম্যাচের স্কোরলাইনতা ছিল অবাক করার মতোই। পেপ গার্দিওলার অধীনে যে সিটি ঘরের মাঠে কখনোই গোল না করে হারেনি, তারাই ২-০ গোলে হেরে গেছে উলভসের কাছে। অন্যদের মতো সিটিজেনদের এই হারে অবাক লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকও। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান ডাইক বলছেন, সিটি এভাবে হারতে পারে তিনি একদমই আশা করেননি। 

    সিটির ফরোয়ার্ডরা একটা গোলও করতে পারেনি, এটাই সবচেয়ে বেশি অবাক করেছে ভ্যান ডাইককে, ‘আমি এমনটা আশা করিনি। সবাই ভেবেছিল ম্যাচটা কঠিন হবে। কিন্তু ঘরের মাঠে সিটির এরকম হাল হবে সেটা ভাবা যায় না। তারা একটা গোলও করতে পারেনি, এটাই সবচেয়ে অবাক করার মতো ব্যাপার।’ 

    উলভসকে কৃতিত্ব দিতেও ভোলেননি ভ্যান ডাইক, ‘উলভসের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। তাদের কৃতিত্বটা প্রাপ্য। সিটি অবশ্যই এই হার থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।’ 

    লিগের মাত্র আট ম্যাচ পরেই শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে সিটি পিছিয়ে আছে আট পয়েন্টে। এগিয়ে থেকেও অবশ্য লিভারপুলকে সতর্ক থাকার আহবান ভ্যান ডাইকের, ‘আমরা গতবার এরকম এগিয়ে ছিলাম। কিন্তু সিটিই শেষ হাসিটা হেসেছে। আমরা ম্যাচ জিতে পয়েন্ট পাচ্ছি। কিন্তু উন্নতির অনেক জায়গা আছে। আমি আগেও বলেছি, পয়েন্ট ব্যবধানের দিকে না তাকিয়ে নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে। যেকোনো কিছুই হতে পারে লিগে, সতর্কই থাকতে হবে সবাইকে।’