কলপ্যাকে সারের হয়ে খেলতে যাচ্ছেন হাশিম আমলা
কলপ্যাক চুক্তিতে ইংলিশ কাউন্টি দল সারের হয়ে খেলতে যাচ্ছেন হাশিম আমলা। আগামী সপ্তাহের মাঝেই সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়কের সঙ্গে চুক্তি হয়ে যেতে পারে বলে জানিয়েছেন ইএসপিএনক্রিকইনফো।
ব্রেক্সিটের সাম্প্রতিক ঘটনা-প্রবাহে কাউন্টি ক্রিকেটে কলপ্যাকের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ার আগেই এই চুক্তি সম্পন্ন করতে চায় সারে। এ মাসের শেষদিকে ‘নো-ডিল ব্রেক্সিট’-এর সম্ভাবনা আছে, যেটি হলে ৩১ অক্টোবর কোনোরকম সমঝোতা ছাড়াই ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করতে পারে যুক্তরাজ্য। ক্রিকইনফো বলছে, আমলার এজেন্ট মিডলসেক্স ও হ্যামশায়ারের সঙ্গেও কথা বলেছিলেন।
আরও পড়ুন- কলপ্যাক চুক্তি কী, কেন
বিশ্বকাপের পর এ বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক। এরপর অবশ্য ঘরোয়ার ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।
সারের বর্তমান স্কোয়াডে আমলা হবেন কলপ্যাকে যাওয়া দ্বিতীয় ক্রিকেটার। এর আগে অবসরের পর সেখানে একইভাবে গেছেন পেসার মরনে মরকেল।
ওভালের এই কাউন্টিতে আমলা সিনিয়র ক্রিকেটারের ভূমিকা পালন করবেন, এর আগে যেটি করেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।