• ইউরো বাছাইপর্ব
  • " />

     

    রাগ নিয়েই রিয়ালে খেলছেন বেল!

    রাগ নিয়েই রিয়ালে খেলছেন বেল!    

    মৌসুমের শুরুতে গ্যারেথ বেলের রিয়াল মাদ্রিদে থাকা নিয়ে কম আলোচনা হয়নি। দলবদলের সময়টায় তো রিয়াল কোচ জিনেদিন জিদান বলেই ফেলেছিলেন, বেল স্বেচ্ছায় রিয়াল ছাড়লেই সবার জন্য ভালো হয়। শেষ পর্যন্ত রিয়াল ছাড়েননি বেল। ওয়েলসের হয়ে স্লোভাকিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচের আগে বেল সাংবাদিকদের জানিয়েছেন, খানিকটা রাগ নিয়েই খেলছেন তিনি। 

    রিয়াল ও বেল অবশ্য সেই সময়টা পেছেনে ফেলে এসেছেন। এখন পর্যন্ত লিগে দুই গোল করেছেন বেল, অ্যাসিস্ট দুটি। তবে মৌসুম শেষে রিয়াল ছাড়তে পারতেন বেল, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। 

    অনুশীলনে সতীর্থের সাথে কী নিয়ে খুনসুটিতে ব্যস্ত বেল? 

     

    স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের আগে বেল জানিয়েছেন, জিদানের সেই কথাগুলোর জন্য রাগ নিয়েই মাঠে নামেন তিনি, ‘যখন আপনি অনেক আবেগ নিয়ে খেলতে নামেন, তখন এটার সাথে রাগ আসবেই। কিন্তু আমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, এমন কিছু ভাবছি না। রিয়াল হোক কিংবা ওয়েলস, আমি সবখানেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এটা আমি ভবিষ্যতেও করে যাবো।’ 

    ওয়েলস কোচ রায়ান গিগস বলছেন, রিয়াল বেলকে বিক্রি করে দিতে চেয়েছিল এটা ভেবেই তার অবাক লাগে, ‘বাইরে থেকে দেখলে তো মনে হয় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সে বেশি ম্যাচ খেলতে চায়, এটা সব ফুটবলারই চান। অবশ্যই কোচের ওসব কথা তার ওপরে প্রভাব ফেলেছে। ফুটবলে অবস্থার পরিবর্তন খুব দ্রুতই ঘটে। এখন সে নিয়মিত খেলছে, ভালো আছে। সে এটা ধরে রাখবে এমনটাই আশা করি। বেল যদি আপনার ক্লাবের হয়ে খেলে ও ফিট থাকে, তাহলে মাঠে নেমেই সে ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। সে দলের জন্য বড় একটা শক্তি। তাঁকে বিক্রি করার মানেই হয় না।’