• লা লিগা
  • " />

     

    স্পেনের অনূর্ধ্ব-২১ দলে ডাক পেলেন আনসু ফাতি

    স্পেনের অনূর্ধ্ব-২১ দলে ডাক পেলেন আনসু ফাতি    

    বার্সার হয়ে দুর্দান্ত অভিষেকের পর থেকেই আনসুমান ফাতিকে স্পেনের হয়ে খেলাতে উঠে পড়েছিল স্প্যানিশ ফেডারেশন। গিনি-বিসোতে জন্ম নিলেও স্পেনের জার্সিতে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন ফাতি নিজেও। শেষ পর্যন্ত সফল হয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন, ফাতি চাইলে স্পেনের হয়ে খেলতে পারবেন; নিশ্চিত করেছে ফিফা। এই সপ্তাহেই স্পেনের জার্সিতে প্রথমবারের মত নামতে পারেন বার্সার তরুণ সেনসেশন। কাতালান সতীর্থ কার্লোস পেরেজ ইনজুরিতে পড়ায় ডাক পেয়েছেন স্পেনের অনূর্ধ্ব-২১ দলে, মন্টেনেগ্রোর বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে আগামী ১৫ অক্টোবর অভিষেক হতে পারে তার।

     

     

    ফাতিকে মূলত এই মাসের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলাতে চেয়েছিল স্পেন। কিন্তু অক্টোবর, নভেম্বরে এল ক্লাসিকোর মত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ফরোয়ার্ডদের ইনজুরি সমস্যার কারণে ফাতিকে ছাড়তে চায়নি বার্সা। কিন্তু আন্তর্জাতিক বিরতির সময় সিনিয়র দলের মত অনূর্ধ্ব-২১ ইউরো বাছাইপর্বে খেলছে স্পেন। অনুশীলনে উরুর মাংসপেশির ইনজুরির কারণে স্পেন ক্যাম্প ছেড়ে বার্সেলোনায় ফিরে গেছেন পেরেজ, তার জায়গায় ডাক পেয়েছেন ফাতি। মন্টেনেগ্রোর বিপক্ষেই তাকে মাঠে দেখা যেতে পারে, জানিয়েছে মার্কা।

    শুধু অনূর্ধ্ব-২১ নয়, বার্সার হয়ে চমৎকার সব পারফরম্যান্সে সিনিয়র দলের কোচ রবার্তো মরেনোরও নজর কেড়েছেন ফাতি। মরেনো জানিয়েছেন; ইউরো ২০২০-এর স্কোয়াডেও থাকতে পারেন ফাতি, "আমি চাই আপাতত সে (ফাতি) অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলুক। তার স্প্যানিশ পাসপোর্টও আছে, স্পেনের যেকোনো বয়সভিত্তিক দলে সে খেলতে পারবে। সে যদি ফর্ম ধরে রাখতে পারে, তাহলে একটা সময় আসবে যখন আমাদের স্কোয়াড বাছাইয়ের কথা ভাবতে হবে। তখন কে কোথায় খেলেছে, কার কত বয়স- এসবের চেয়ে ফর্মটাই মুখ্য থাকবে। ফাতি ইউরো ২০২০ স্কোয়াডে থাকবে না, এটা এখনই বলে দেওয়া বোকামী। যেকোনো ভাল ফুটবলারের জন্যই আমার স্কোয়াডের দরজা খোলা আছে।"