• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    জয় দিয়েই নিউজিল্যান্ড সফর শেষ করল বাংলাদেশের যুবারা

    জয় দিয়েই নিউজিল্যান্ড সফর শেষ করল বাংলাদেশের যুবারা    

    স্কোর 

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৫০ ওভারে ৩১৬/৮ (তানজিদ ৭১, পারভেজ ৪৮, অভিষেক ৪৮*; লেম্যান ২/১২)

    নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ ৪৩.৪ ওভারে ২৪৩ (লেম্যান ৫৬, ম্যাকেঞ্জি ৪৭; শরিফুল ৫/৪৩) 

    বাংলাদেশ ৭৩ রানে জয়ী 

     

    প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চতুর্থ ওয়ানডেটি অবশ্য হেরেছিল তারা। সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের যুবারা শেষ করল জয় দিয়েই। লিংকনে ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ৭৩ রানে হারিয়েছে বাংলাদেশ। 

    টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। দলের দুই ওপেনিং ব্যাটসম্যান শুরুটাও করেছিলেন দুর্দান্ত। ওপেনিং জুটিতে তানজিদ হাসান ও পারভেজ হোসেন তোলেন ১২০ রান, সেটাও ১৫ ওভারের মাঝেই। ১৬তম ওভারে তানজিদকে ফিরিয়ে কিউইদের ব্রেক থ্রু এনে দেন হেইডেন ডিকসন। ফেরার আগে ফিফটি করেছেন তানজিদ, ১১ চার ও দুই ছয়ে ৫৯ বলে তিনি করেন ৭১ রান।

    তার ফেরার পর পারভেজও বেশিক্ষণ টিকতে পারেননি, আউট হয়েছেন ৪৮ রানে। আট ওভারের মাঝে তিন  উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। ১৬১ রানের চার উইকেট হারানো বাংলাদেশের ইনিংসের হাল ধরেন শাহাদাত হোসেন। তাঁকে অবশ্য বেশি কেউ সঙ্গ দিতে পারেননি। হাফ সেঞ্চুরি থেকে দুই রান দূরে থাকতে ক্যাটেনে ক্লার্কের থ্রোতে রান আউট হয়ে ফিরতে হয় শাহাদাতকে। 

    নবম উইকেটে অভিষেক দাস ও রকিবুল হাসানের ৪৬ রানের জুটির কল্যাণেই ৩০০ পেরিয়েছে বাংলাদেশের স্কোর। ৩৬ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন অভিষেক।

    ৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ওলি হোয়াইট ফিরেছেন শরিফুলের বলে, তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন হোয়াইট। সপ্তম ওভারে বেন পোমারেকেও ফেরান শরিফুল। ১৮ রান করে পোমারে আউট হয়েছেন উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে। দুই ওভার পর উইলিয়াম ক্লার্কও আউট হন শরিফুলের বলেই। ক্লার্কও ফিরেছেন একইভাবে আকবরের হাতে ক্যাচ দিয়ে। 

    চতুর্থ উইকেটে ফারগাস লেম্যান-জেসে টাসকফের জুটি প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছে ভালোভাবেই। ৬২ রানের জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। ৫৬ রান করা লেম্যানকে ফেরান সাকিব। টাসকফও ফিরেছেন কয়েক ওভার পরেই। 

    জক ম্যাকেঞ্জি চেষ্টা করেছিলেন দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার। কুইন সানডে থেকে ভালো সহযোগিতাও পাচ্ছিলেন। হাফ সেঞ্চুরি থেকে তিন রান আগে ম্যাকেঞ্জি ফিরলে জয়ের শেষ আশাটুকুও শেষ হয়ে যায় কিউইদের। ৪৭ রান করা ম্যাকেঞ্জিকে আউট করেছেন রকিবুল হাসান। 

    শেষের দিকে শরিফুল আরও দুই উইকেট নেন। ৩৮ বল বাকি থাকতে ২৪৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। শরিফুল ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেই দেশে ফিরছে বাংলাদেশের যুবারা।