• ইউরো বাছাইপর্ব
  • " />

     

    ম্যাডিসনের ক্যাসিনো-কান্ডে সাউথগেটের সতর্কবার্তা

    ম্যাডিসনের ক্যাসিনো-কান্ডে সাউথগেটের সতর্কবার্তা    

    ইংল্যান্ড তখন চেক রিপাবলিকের কাছে হারছিল। যে জেমস ম্যাডিসন অসুস্থতার কারণে সেই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন, তাকেই ঐ সময় দেখা গেছে ক্যাসিনোতে! ম্যাডিসনের এই ক্যাসিনো-কাণ্ডের খবরটা গেছে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের কানেও। বুলগেরিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বের আজকের ম্যাচের আগে সাউথগেট দলের ফুটবলারদের সতর্ক করে বলেছেন, কোন ফুটবলার মাঠের বাইরে কী করছেন, সবকিছুই তার নজরদারিতে থাকে। 

    চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচের ঠিক আগেরদিন অসুস্থতার কারণে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল মিডফিল্ডার ম্যাডিসনের নাম। বুলগেরিয়ার বিপক্ষেও খেলবেন না তিনি, জানানো হয়েছিল এমনটাই। ২২ বছর বয়সী ম্যাডিসনকে অবশ্য ‘অসুস্থ’ অবস্থাতেই লেস্টারের একটি ক্যাসিনোতে সময় কাটাতে দেখা গেছে শুক্রবার রাতে। ইংলিশ সংবাদমাধ্যমের বিভিন্ন সূত্র জানিয়েছে, রাত আটটা থেকে নয়টা পর্যন্ত সেই ক্যাসিনোতে ছিলেন লেস্টার মিডফিল্ডার। 

    ক্যাসিনোতে পোকার খেলছেন ম্যাডিসন

     

    ইংল্যান্ড কোচ সাউথগেট ম্যাডিসনের এমন কাণ্ডের পর দলের সবাইকে খানিকটা সতর্ক করে বলেছেন, তারা কী করছেন সব খবরই তার কানে আসে, ‘আমি কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু আমার ফুটবলাররা কোথায় কী করছে সবই জানি। তারা ক্লাবের হয়ে কেমন খেলছেন সেটা দেখি হাইলাইটসে হলেও। ক্লাব ম্যানেজার, যুব দলের ম্যানেজার ও কোচদের সাথেও নিয়মিত আলোচনা হয়। প্রত্যেক ফুটবলারের সার্বক্ষণিক খবর না পেলেও মোটামুটি ধারণা আমার আছে।’ 

    জাতীয় দলের হয়ে খেলা ফুটবলারদের মাঠের বাইরের সব কাজেই মিডিয়ার আগ্রহ বেশি থাকে, ম্যাডিসনকে মনে করিয়ে দিলেন সাউথগেট, ‘আশা করি ম্যাডিসন এই ঘটনা থেকে বুঝে গেছে ইংল্যান্ডের হয়ে খেললে তাঁকে নিয়ে সবখানেই আগ্রহ থাকবে। পেশাদার ও ব্যক্তিগত জীবনের সবকিছুই এভাবে খবরের পাতায় আসবে। একজন ফুটবলার যখন স্কোয়াডের বাইরে থাকবে, তখন সে কী করে সময় কাটাবে সেটা তাদের ব্যাপার।’