• ইউরো বাছাইপর্ব
  • " />

     

    'আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমাকে খুঁজে নেয়'

    'আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমাকে খুঁজে নেয়'    

    লুক্সেমবার্গের বিপক্ষেই ক্রিশ্চিয়ানো রোনালদো ছুঁতে পারতেন মাইলফলকটি। সেদিন বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করায় ৭০০ গোলের জন্য অপেক্ষাটা বেড়েছিল তার। গতকাল ইউক্রেনের বিপক্ষেই শেষ হয়েছে অপেক্ষা, গোল করে ৭০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন সিআর সেভেন। ম্যাচের পর রোনালদো বলেছেন, তিনি রেকর্ডের পেছনে ছোটেন না, রেকর্ডই তাকে খুঁজে নেয়। 

    পর্তুগাল ও ক্লাবের হয়ে রোনালদোর আছে অনেক রেকর্ড। নিজেদের রেকর্ডের ব্যাপারে অবশ্য হিসেব রাখেন না তিনি, ‘আমার কতগুলো রেকর্ড আছে? এটা আসলে আমি জানিই না! আমি শুধু এই মুহূর্তটা উপভোগ করতে চাই। এমন একটা রেকর্ড সবার পক্ষে করা সম্ভব হয় না। যাদের সাহায্য ছাড়া এটা করা সম্ভব ছিল না তাদের ধন্যবাদ দিতে চাই।’ 

    রেকর্ডই তাকে খুঁজে নেয়, রোনালদো বলছেন এমনটাই, ‘রেকর্ড আসলে এমনিই আসে। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমাকে খুঁজে নেয়! রেকর্ড নিয়ে আমার খুব একটা মাথাব্যথা নেই।’ 

    নিজে ৭০০ গোলের মাইলফলক ছুঁলেও রোনালদোর পর্তুগাল কিন্তু অলিম্পিক স্টেডিয়ামে ইউক্রেনের কাছে ২-১ গোলে হেরে গেছে। নিজের ব্যক্তিগত এমন সাফল্য পাওয়ার ম্যাচে দলের হারে হতাশ রোনালদো, ‘এই ম্যাচ জিততে না পারায় হতাশ। তবে আমি আমার দলকে নিয়ে গর্বিত। শেষবার যখন এই মাঠে খেলেছিলাম, তখন চ্যাম্পিয়নস লিগ জিতেছি। এই মাঠের সাথে তাই অনেক সুখস্মৃতি জড়িয়ে আছে। আজ অনেক ভালো ফুটবল খেললেও আমরা জিততে পারিনি।’