• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন শচীন-লারা-মুরালিধরন

    টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন শচীন-লারা-মুরালিধরন    

    ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, মুত্তিয়া মুরালিধরন- শেষ মাঠে তাদের খেলতে দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রে প্রদর্শনী ম্যাচে। আগামী বছর আবার মাঠে ফিরছেন তারা। ‘রোড সেফটি’ বা ‘সড়ক নিরাপত্তা’ নামের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তারা ছাড়াও খেলবেন ব্রেট লি, বীরেন্দর শেওয়াগ, শিবনারাইন চন্দরপলের মতো সাবেক ক্রিকেটাররা। 

    ইএসপিএনক্রিকইনফো বলছে, ২০২০ সালের ২-১৬ ফেব্রুয়ারির মাঝে মুম্বাইয়ে হবে এই টুর্নামেন্ট। এখানে অংশ নেবে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের দল। এখানে খেলবেন প্রায় ১১০ জন সাবেক ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলির মতো পদ্ধতিতেই হবে এ টুর্নামেন্ট। 

    অন্যান্য সংস্থার সঙ্গে এ টুর্নামেন্টের সহযোগি হিসেবে থাকবে মহারাষ্ট্র সরকারের সড়ক নিরাপত্তা বিভাগ। তারা ভারতজুড়ে ১০ বছর ধরে এই টুর্নামেন্ট করতে চায়, এ সংক্রান্ত বিষয়ে বিসিসিআইয়ের কাছ থেকে সম্মতিও নিয়ে রেখেছে তারা। 

    মূলত সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়াতেই এই টুর্নামেন্ট আয়োজন করা, সড়কে নিরাপত্তার হারে ভারত যে শীর্ষে, প্রচার করা হবে সেটিও।