দেয়ালে ঘুষি মেরে হাত ভাঙ্গায় মার্শকে 'ইডিয়ট' বললেন ল্যাঙ্গার
শেফিল্ড শিল্ডের ম্যাচে আউট হয়ে ফেরার পর রাগে ড্রেসিংরুমের দেয়ালে ঘুষি মেরেছিলেন মিচেল মার্শ। এতেই ডান হাত ভেঙে গেছে তাঁর, মাঠের বাইরে চলে গেছেন এক মাসেরও বেশি সময়ের জন্য। মার্শ জানালেন, এই ঘটনার পর অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার তাকে ‘ইডিয়ট’ বলেছেন।
গত রবিবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে খেলতে নেমেছিলেন মার্শ। ৫৩ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন তিনি। নিজের আউট হওয়াটা কিছুতেই মানতে পারেননি এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ড্রেসিংরুমে ফিরেই দেয়ালে সজোরে ঘুষি মারেন। এতেই ভেঙে যায় তাঁর ডান হাত। পরবর্তীতে পরীক্ষার পর জানা যায়, ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে তাকে। এই ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।
মার্শের এমন কাণ্ডে খুবই চটেছেন অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার, মার্শ নিজেই এটা জানিয়েছেন সাংবাদিকদের, ‘তিনি আমাকে বলেছেন আমি আসলে একটা ইডিয়ট। তিনি আমাকে নিয়ে খুবই হতাশ। এরকম ঘটনা আসলে একবারই হয়। ভবিষ্যতে এমন কিছু আর হবে না।’
নিজের ঐ আচরণে নিজেই বিব্রত মার্শ, ‘ঐ কাণ্ডটা আসলে আমার চরিত্রের সাথে যায় না। আমি এতোটা রাগও করিনা। আমি এই ঘটনায় খুবই হতাশ। আমি নিজের সতীর্থদেরও ডুবিয়েছে এসব করে। আমি সবার কাছে ক্ষমা চেয়েছি। এরকম কোনো ঘটনা ঘটাতে চাইনি। তবুও সবাই আমার পাশে থেকেছে।’