• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদন্ড দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বদির

    দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদন্ড দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বদির    

    দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদন্ড হয়েছে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা গুলাম বদির। হ্যান্সি ক্রনিয়ের দুর্নীতি প্রকাশ হওয়ার পর ২০০৪ সালে ‘প্রিভেনশন অ্যান্ড কমব্যাটিং অফ করাপ্ট অ্যাকটিভিটিস’ ধারার আওতায় শাস্তি পাওয়া প্রথম ব্যক্তি হলেন তিনি। 

    ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট র‍্যামস্ল্যাম টি-টোয়েন্টিতে ফিক্সিং ও অন্যান্য দুর্নীতির পরিকল্পনার দায়ে অভিযুক্ত করা হয়েছিল তাকে। এরপর তার এই ঘটনা হস্তান্তর করা হয়েছিল পুলিশের কাছে। ২০১৮ সালের নভেম্বরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে দোষ স্বীকার করেছিলেন তিনি। 

    দক্ষিণ আফ্রিকার আইন অনুযায়ী ক্রিকেটে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং ফৌজদারি অপরাধের অন্তর্ভুক্ত, যার সর্বোচ্চ শাস্তি ১৫ বছর পর্যন্ত। এর আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বদিকে ক্রিকেট থেকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল। 

    বদির বিপক্ষে পাঁচ বছরের শাস্তির আবেদন করা হয়েছিল, আদালত সেটি মঞ্জুর করেছেন। আপাতত জামিনে আছেন তিনি, তবে জামিন বাড়ানোর জন্য আবেদন করবেন। 

    বদি ছাড়াও ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ছয়জন ক্রিকেটারকে ২ থেকে ১২ বছর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। তারা হলেন- এথি এমভালাটি, অ্যালভিরো পিটারসেন, থামি সোলেকাইল, জিন সাইমস, লনওয়াবো সতসোবে, পুমি মাতসিকওয়ে।