• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    পিঠের ইনজুরিতে অস্ট্রেলিয়া বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই হাসান আলি

    পিঠের ইনজুরিতে অস্ট্রেলিয়া বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই হাসান আলি    

    ইংল্যান্ড বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকেই পিঠের ইনজুরিতে ভুগছিলেন পাকিস্তান পেসার হাসান আলি। তিন মাস পর সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আবার ফিরে এসেছে তাঁর ইনজুরি। এই ইনজুরিই হাসানকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়া সফর থেকে। পিসিবি নিশ্চিত করেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না হাসান। 

    বিশ্বকাপে হাসান খেলতে পেরেছিলেন মাত্র চারটি ম্যাচ। ভারতের বিপক্ষে ম্যাচের পর থেকেই ক্রিকেটের বাইরে আছেন তিনি। পিঠের ইনজুরির কারণে তিন মাস বিশ্রামে থাকতে হয়েছিল তাকে। এরপর গত মাসে লাহোরে ঘরোয়া লিগের প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমেছিলেন হাসান। 

    ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষাটা বাড়ছে হাসানের

     

    সেই ম্যাচটা খেলাই কাল হয়েছে হাসানের জন্য। পিঠের ইনজুরিটা ফিরে এসেছে আবার। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আরও তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে হাসানকে। নিশ্চিতভাবেই তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি, ‘লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হাসানের পুনর্বাসন চলছিল। কিন্তু তাঁর পিঠের ব্যথা আবার ফিরে এসেছে। সেটা সেরে উঠতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাই সে থাকছে না।’ 

    শুধু টি-টোয়েন্টি নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা অনিশ্চিত হাসানের। ৩ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২১ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ।