সাকিবদের ধর্মঘটের কথা জানতেনই না মাশরাফি
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী মিরাজ, মোস্তাফিজ... বাংলাদেশ জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই ছিলেন আজ। তবে অনেক মুখের ভিড়ে একজনকে চোখে পড়েনি। মাশরাফি বিন মুর্তজা কেন আজ মিরপুরের সংবাদ সম্মেলনে ছিলেন না, এই প্রশ্ন যাদের জেগেছে সেটা নিজেই পরিষ্কার করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, ক্রিকেটারদের এই উদ্যোগ নিয়ে কিছুই জানতেন না তিনি। তবে এই উদ্যোগের প্রতি নিজের নিরংকুশ সমর্থন জানিয়েছেন।
বেতন, সুযোগ সুবিধা বৃদ্ধিসহ ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে আজ ১১ দফা দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। এই দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সকল ক্রিকেটীয় কর্মকান্ড থেকে বিরত থাকার সিদ্ধান্তও নিয়েছেন। মাশরাফি অবশ্য আজ তো বটেই, বেশ কিছুদিন ধরেই মাঠের সঙ্গে যোগাযোগ নেই। জুলাইতে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ছিটকে পরেছিলেন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে। এরপর তিন মাস কেটে গেলেও আর মাঠে ফেরেননি। জাতীয় লিগেও খেলছেন না এখন পর্যন্ত। সংসদ সদস্য হিসেবে আপাতত রাজনীতির মাঠে কাটাচ্ছেন ব্যস্ত সময়।
আরও পড়ুন: যে ১১ দফা দাবি ক্রিকেটারদের
তবে নিজের ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ক্রিকেটারদের এই উদ্যোগ নিয়ে কিছুই জানতেন না তিনি, 'অনেকেই প্রশ্ন করছেন যে, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছু দিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল। কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি।'
না থাকলেও এই দাবিদাওয়ার প্রতি নিজের পূর্ণ সমর্থন জানিয়েছেন, 'ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি আগেও একাত্ম ছিলাম, এখনও আছি। আজকের পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারলে অবশ্যই আমি থাকতাম। মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজারবার আমার মাথায় এই প্রশ্ন এসেছে, যে কেন আমাকে জানানো হলো না। অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন। কিন্তু আমি নিজেও জানি না, কেন জানানো হয়নি।তবে আমার ঊপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে, ১১ দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড় কথা। সবকটি দাবিই ন্যায্য, ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরী। আমি মাশরাফী বিন মোর্ত্তজা, ১১ দফা দাবির পক্ষে আছি, থাকব।'