• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সহজ গ্রুপে বাংলাদেশ

    অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সহজ গ্রুপে বাংলাদেশ    

    পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের সঙ্গে একই গ্রুপে থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ১৭ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার চারটি শহরের আটটি ভেন্যুতে হবে বয়সভিত্তিক ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। 

    ১৮ জানুয়ারি গ্রুপপর্বে জিম্বাবুয়ের বিপক্ষে বেনোনির জেবি মার্কস ওভালে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ জানুয়ারি ব্লুমফন্টেইনের উইটর‍্যান্ড ওভালে তাদের ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। ২৫ তারিখ পচেফস্ট্রুমের নর্থওয়েস্ট ইউনিভার্সিটি ওভালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ হবে তাদের। 


    অ-১৯ বিশ্বকাপের গ্রুপিং

    গ্রুপ এ : ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জাপান
    গ্রুপ বি : অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নাইজেরিয়া
    গ্রুপ সি : পাকিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড
    গ্রুপ ডি : আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, কানাডা 


    ৪ ও ৬ ফেব্রুয়ারি সুপার লিগের দুটি সেমিফাইনালের পর ৯ তারিখে হবে ফাইনাল, ১০ তারিখ রাখা হয়েছে ফাইনালের রিজার্ভ ডে। 

    ২০১৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনাল খেলাই বাংলাদেশের ইতিহাসে সেরা অর্জন। গতবার তারা বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই। 

    সামনের বছর এ বিশ্বকাপের কারণেই বাংলাদেশ ক্রিকেটারদের সাম্প্রতিক ধর্মঘট থেকে বাদ রাখা হয়েছিল অনূর্ধ্ব-১৯ সেট-আপের ক্রিকেটারদের।