• ইংলিশ লিগ কাপ
  • " />

     

    কারাবাও কাপের কোয়ার্টার ফাইনাল বয়কট করবে লিভারপুল?

    কারাবাও কাপের কোয়ার্টার ফাইনাল বয়কট করবে লিভারপুল?    

    টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। কিন্তু আগামী ডিসেম্বরে হতে যাওয়া কোয়ার্টার ফাইনালে নাও খেলতে পারে তারা। আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ বলছেন, ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচ ও লিগ কাপের ম্যাচের সূচি খুব কাছাকাছি হওয়ায় তারা লিগ কাপ বয়কটও করতে পারেন! 

    ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে পাঁচটি ম্যাচ খেলবে লিভারপুল। অ্যানফিল্ডে ৪ ডিসেম্বর লিগের ম্যাচে তাদের প্রতিপক্ষ এভারটন, ৭ তারিখে বোর্নমাউথ। ডিসেম্বরের ১০ তারিখে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে এফসি সলজবুর্গের মাঠে যাবে লিভারপুল। এরপর ১৪ ডিসেম্বর তারা কাতারের উদ্দেশ্যে রওনা দেবে ক্লাব বিশ্বকাপ খেলার জন্য। ১৮ ডিসেম্বর সেই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লিভারপুল। ২১ ডিসেম্বর ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে ইংল্যান্ডে ফিরেই ২৬ ডিসেম্বর লিগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে লড়বেন ক্লপরা। 

    কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হওয়ার কথা ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। ক্লপ সাফ জানিয়ে দিলেন, লিগ কাপের সূচি যদি তাদের সুবিধামতো সময়ে না হয়, তাহলে তারা খেলবেন না, ‘কারাবাও কাপের সূচি নিয়ে আমি চিন্তা করছি না। কারণ আমরা ফিক্সচার বানাই না। ফিফা আমাদের বলেছে কাতারে ক্লাব বিশ্বকাপ হবে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে কখন লিগের ম্যাচ খেলতে হবে। আমরা এই দুটাই করব। কিন্তু কারাবাও কাপ কর্তৃপক্ষ যদি আমাদের হিসেবে সূচি না ফেলে অথবা বড়দিনের রাত তিনটার সময় সূচি ফেলে, তাহলে তো আমরা কোয়ার্টারে খেলব না।’ 

    ক্লপ বলছেন, কর্তৃপক্ষ এখন থেকে সূচি নির্ধারণের আগে ফুটবলারদের দিকটাও ভেবে দেখবে, ‘যারা সূচি বানায়, তাদের তো ফুটবলারদের দিকটাও ভেবে দেখা উচিত। আশা করি এখন থেকে সেটা করা হবে। আমরা এই সমস্যার বলির পাঠা হতে চাই না। সূচি যদি আমাদের অন্য ম্যাচের সাথে না মিলিয়ে সুবিধাজনকভাবে না ফেলানো হয়, তাহলে আমরা খেলব না। আমাদের পরিবর্তে আর্সেনাল সেখানে খেলতে পারে।’