• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    সৌম্য, আফিফ, বিপ্লবদের নিয়ে ইমার্জিং এশিয়া কাপে শক্তিশালী বাংলাদেশ দল

    সৌম্য, আফিফ, বিপ্লবদের নিয়ে ইমার্জিং এশিয়া কাপে শক্তিশালী বাংলাদেশ দল    

    ইমার্জিং টিমস এশিয়া কাপ ২০১৯ এর জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে এই দলে রাখা হয়েছে এই মুহূর্তে জাতীয় দলে থাকা সৌম্য সরকার, নাইম শেখ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লবদের।

    দুই বছর বাংলাদেশে হয়েছিল ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় আসর। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট এবার আবারও হচ্ছে বাংলাদেশে। মূলত অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের নিয়ে গড়া এই একাদশে সাবেক ও বর্তমান মিলে জাতীয় দলে খেলা ক্রিকেটার আছেন আট জন। ভারতে টি-টোয়েন্টি দলে থাকা সৌম্য, নাঈম, আফিফ, বিপ্লব, আবু হায়দার রনির সঙ্গে আছেন এর মধ্যেই জাতীয় দলে খেলা শান্ত, জাকির হাসান ও মাহাদী হাসানও। বাকি সাত জনের এখনও অভিষেক হয়নি, তবে এর মধ্যে পাইপলাইনে থাকা ইয়াসির আলী, মিনহাজুল আবেদীন আফ্রিদিরাও আছেন।

    ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে আট দেশকে নিয়ে এই টুর্নামেন্ট। বাংলাদেশের গ্রুপে আছে ভারত, হংকং ও আমিরাত। আর এ গ্রুপের দলগুলো শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান। প্রতি গ্রুপে চারটি করে দল নিজেদের মধ্যে খেলার পর শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। সেখান থেকে ফাইনালে নিষ্পত্তি হবে শিরোপার। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে কক্সবাজার ও বিকেএসপিতে, এরপর সেমিফাইনাল ও ফাইনাল হবে মিরপুরে।

    বাংলাদেশ দল

    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম অংকন, আবু হায়দার রনি, মাহেদী হাসান।