• ইউরো বাছাইপর্ব
  • " />

     

    সতীর্থের সাথে তর্কে জড়িয়ে ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ স্টার্লিং

    সতীর্থের সাথে তর্কে জড়িয়ে ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ স্টার্লিং    

    লিভারপুল-ম্যানচেস্টার সিটির ম্যাচে বেশ উত্তাপ ছড়িয়েছিল। সেই উত্তাপ ছুঁয়ে গেছে দুই ইংল্যান্ড সতীর্থ রাহিম স্টার্লিং ও জো গোমেজকেও। ম্যাচ চলার সময় তর্কে জড়িয়ে পড়েছিলেন দুইজন। জাতীয় দলের হয়ে ইউরো বাছাইপর্বের ক্যাম্পে এসেও লিভারপুলের গোমেজের ওপর চড়াও হয়েছিলে স্টার্লিং। এই কারণেই মন্টেনিগ্রোর বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ থেকে স্টার্লিংকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড ফুটবল ফেডারেশন ও কোচ গ্যারেথ সাউথগেট। 

    প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচের শেষভাগে বল দখল নিয়ে তর্কে জড়িয়ে পড়েছিলেন স্টার্লিং-গোমেজ, হয়েছিল হাতাহাতিও। জেমস মিলনার ও রেফারির হস্তক্ষেপে সেটা বেশিদূর গড়ায়নি। সব মিটমাট হয়ে গেছে বলেই ধরে নেওয়া হয়েছিল। তবে সেন্ট জর্জ পার্কে মন্টেনিগ্রোর বিপক্ষে ইউরো বাছাইপর্বের অনুশীলন ক্যাম্পে এসে সেই তর্কটা ফিরিয়ে আনেন স্টার্লিং। গোমেজকে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলেও শোনা গেছে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে গোমেজের কাছে ক্ষমা চেয়েছেন স্টার্লিং। 

    স্টার্লিং-গোমেজের সেই তর্ক

     

    ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না স্টার্লিং। মন্টেনিগ্রোর বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ থেকে বাদ পড়েছেন তিনি। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে, ‘স্টার্লিং বৃহস্পতিবারে ইউরো বাছাইপর্বের ম্যাচের জন্য স্কোয়াডে থাকবে না। সেন্ট জর্জ পার্কে ঘটা এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণেই তাকে ঐ ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে দলের সাথে তিনি থাকবেন।’ 

    ইংল্যান্ড কোচ সাউথগেট জানিয়েছেন, ফুটবল ফেডারেশন সঠিক সিদ্ধান্তই নিয়েছে, ‘স্টার্লিংকে পরের ম্যাচে খেলানো হবে না। আমাদের অন্যতম সাফল্য হচ্ছে ক্লাবের লড়াইটা জাতীয় দলে আনতে না দেওয়া। তবে সিটি-লিভারপুল ম্যাচের পর সেটা হয়নি। তাই ফুটবল ফেডারেশন স্টার্লিংকে নিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। সবার উচিত এখন মন্টেনিগ্রোর ম্যাচে মনোযোগ দেওয়া।’