• সাফ গেমস ২০১৯
  • " />

     

    তায়কোয়ান্দো থেকে এলো বাংলাদেশের প্রথম সোনা

    তায়কোয়ান্দো থেকে এলো বাংলাদেশের প্রথম সোনা    

     

    কাঠমান্ডু এসএ গেমসে বাংলাদেশের প্রথম সোনা এলো তায়কোয়ান্দো থেকে। ২৯ বা তার বেশি বয়সী ওজনধারীদের ইভেন্ট পুমসে সোনা জিতেছেন বাংলাদেশের দীপু চাকমা। 

    সোনা জেতার পথে দিপুর স্কোর ছিল ১৬.২৪। সেনাবাহিনির চাকুরে দীপু ২০০১ সাল থেকেই তায়কোয়ান্দো খেলছেন। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকও জিতেছেন। এর আগে কারাতে থেকে এবারের আসরে বাংলাদেশের প্রথম পদক জিতেছিলেন হুমায়রা আক্তার অন্তরা। ৪৬২ জন ক্রীড়াবিদ নিয়ে এবারের এসএ গেমসে গেছে বাংলাদেশ।