• নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর
  • " />

     

    গরমের চোটে বাতিল হয়ে গেল ক্রিকেট ম্যাচ

    গরমের চোটে বাতিল হয়ে গেল ক্রিকেট ম্যাচ    

    প্রবল শৈত্যপ্রবাহে যখন বাংলাদেশ কাঁপছে, তখন অস্ট্রেলিয়ার তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। নিউ সাউথ ওয়েলসে দাবানলের প্রভাব পড়েছে ক্রিকেটেও। অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় টেস্টের আগে ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বাতিল করতে বাধ্য হয়েছে নিউজিল্যান্ড।

     

     

    মঙ্গল এবং বুধবার (১৭ এবং ১৮ ডিসেম্বর) দাবানলের কারণে তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, শুক্রবার (২০ ডিসেম্বর) মেলবোর্নে তাপমাত্রা থাকবে ৪৫ ডিগ্রি। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী রবিবার, ২২ ডিসেম্বর ভিক্টোরিয়া একাদশের সাথে একদিনের ম্যাচ খেলবে, নিশ্চিত করেছেন কিউই কোচ গ্যারি স্টিড, ‘আগামী শনিবার, ২১ ডিসেম্বর, সকালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-তে অনুশীলন করব আমরা। এরপর ভিক্টোরিয়ার সাথে একদিনের ম্যাচটি খেলব।’

    তিন টেস্ট ম্যাচের সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার কাছে ২৯৬ রানে হেরেছে তাদের ট্রান্স-তাসমান প্রতিবেশী। বক্সিং ডেতে এমসিজিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের শেষ টেস্টটি হবে ৩ জানুয়ারি, সিডনিতে।