• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সাত বছর পর শুরু হচ্ছে মেয়েদের ফুটবল লিগ

    সাত বছর পর শুরু হচ্ছে মেয়েদের ফুটবল লিগ    

    সাত বছর থেমে থাকার পর শুরু হচ্ছে মেয়েদের ফুটবল লিগ। ২০১৩ সালের পর থেকে মেয়েদের ফুটবল লিগ ছিল থমকে। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেয়েদের উইংয়ের বৈঠকে আগামী বছর জানুয়ারি থেকে লিগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন পর্যন্ত ৫ টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ৫ দলের রয়েছে বসুন্ধরা কিংস, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, এফসি উত্তরবঙ্গ ও আনোয়ারা স্পোর্টিং ক্লাব। লিগের সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। 

    লিগ শুরু হবে জানুয়ারির ৩১ তারিখে। এর আগে জানুয়ারির ১১ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে দলবদল। এর আগে ২০১১ ও ২০১৩ সালে দুইবার অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের ফুটবল লিগ। দুইবারই আটটি করে দল অংশ নিয়েছিল টুর্নামেন্টে। প্রথমবার মেয়েদের শিরোপা জিতেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব, পরের বার মোহামেডান জিতেছিল ঢাকা আবাহনীকে হারিয়ে।