• সিরি আ
  • " />

     

    মিলানেই ফিরলেন ইব্রাহিমোভিচ

    মিলানেই ফিরলেন ইব্রাহিমোভিচ    

    ‘আমি এমন এক ক্লাবে যোগ দিব যাদের জয়ের ধারায় ফিরে নিজেদের ইতিহাস ফিরে পেতে হবে। শীঘ্রই ইতালিতে দেখা হচ্ছে আপনাদের সাথে।’ সপ্তাহ দুয়েক আগে ফুটবল ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়েই কথা বলেছেন ইব্রাহিমোভিচ। শেষ পর্যন্ত সত্য হল ইব্রার কথাই। শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাবেক ক্লাব এসি মিলানেই ফিরছেন সাবেক সুইডিশ স্ট্রাইকার। নিজেদের সোশ্যাল মিডিয়ায় #ইজব্যাক নামে একটি ভিডিও আপলোড করে ইব্রার ফেরার ব্যাপারটি নিশ্চিত করেছে 'রোজ্জোনেরি'রা।

    এই মৌসুমেই মেজর লিগ সকারের এলএ গ্যালাক্সির সাথে চুক্তি শেষ হওয়ার কথা ছিল ইব্রার। চুক্তি নবায়ন করার ব্যাপারে তিনি বলেছিলেন, 'এমএলএস-এ এটাই আমার শেষ মৌসুম।' গত সেপ্টেম্বর থেকেই ইব্রার দলবদল নিয়ে কানাঘুষা চলছিল বেশ। শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, নাপোলি, বোকা জুনিয়র্সের নাম। কিন্তু শেষ পর্যন্ত ফিরলেন মিলানেই। ২০১০-১১ মৌসুমে বার্সেলোনা থেকে ধারে আসার পরের মৌসুমেই তাকে পাকাপাকিভাবে কিনে নেয় মিলান।

     

     

    ২০১০-১১ মৌসুমে বার্সেলোনা থেকে মিলানে ধার যোগ দিয়েছিলেন ইব্রা। ঐ মৌসুমে মিলানের হয়ে সিরি আ এবং ইতালিয়ান কাপ জিতেছিলেন। পরের মৌসুমেই তাকে পাকাপাকিভাবে দলে নিয়ে নেয় ‘রোজ্জোনেরি’রা। দুই মৌসুমে মিলানের হয়ে ৮৫ ম্যাচ খেলে ৫৬ গোল করেছিলেন তিনি। কিন্তু ২০১৩ সালে মিলান ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিয়েছিলেন সুইডিশ কিংবদন্তী। পিএসজি থেকে এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে দুই বছর কাটিয়ে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে শেষমেশ গ্যালাক্সিতে যোগ দিয়েছিলেন ইব্রা।

    কিছুদিন আগে ইতালিয়ান সংবাদপত্র গাজেত্তা দেল্লো স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ৩৮ বছর বয়সে এসেও সিরি আ-তে খেললে প্রতি মৌসুমে ২০ গোল পাবেন তিনি। আর্জেন্টিনা কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মতো নাপোলিতে খেলার কথাও জানিয়েছিলেন। হোসে মরিনহো টটেনহামের ম্যানেজার হওয়ার পর লন্ডনে পাড়ি জমানোর গুঞ্জনও শোনা যাচ্ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত এসি মিলানেই হয়তো ফিরছেন ইব্রা। এই মৌসুমে একেবারেই সুবিধা করতে পারছে না মিলান। ১৭ ম্যাচে মাত্র ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ১১-তে আছে তারা। গত সপ্তাহে আটালান্টার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।