• বঙ্গবন্ধু গোল্ড কাপ
  • " />

     

    জাতীয় দলে ফিরলেন তপু বর্মন, বাদ পড়লেন বিপলু, সবুজ

    জাতীয় দলে ফিরলেন তপু বর্মন, বাদ পড়লেন বিপলু, সবুজ    

    বঙ্গবন্ধু গোল্ডকাপে জন্য ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছেন জেমি ডে। দলে ফিরেছেন বসুন্ধরা কিংস ডিফেন্ডার তপু বর্মন। গত বছর মার্চে কম্বোডিয়ার বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এর পর লম্বা ইনজুরি থেকে ফিরে সবশেষ খেলেছেন ফেডারেশন কাপে।

    সবশেষ ওমানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচের স্কোয়াড থেকে মোট ৩টি পরিবর্তন এনেছেন ডে। ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ, তৌহিদুল আলম সবুজ বাদ পড়েছেন। চোট কাটিয়ে এসএ গেমস খেলে জাতীয় দলে আবার ঢুকেছেন সুশান্ত ত্রিপুরা। দলে জায়গা পেয়েছেন চট্টগ্রাম আবাহনীর মানিক হোসেন মোল্লাও।

    জানুয়ারির ১৫ তারিখ থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। 'এ' গ্রুপে স্বাগতিকদের সঙ্গী টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। 
       
    গোলরক্ষক
    আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল), শহীদুল আলম সোহেল (আবাহনী), আনিসুর রহমান (বসুন্ধরা কিংস)
    ডিফেন্ডার
    তপু বর্মন (বসুন্ধরা কিংস), টুটুল হোসেন বাদশা (আবাহনী), বিশ্বনাথ ঘোষ (বসুন্ধরা কিংস), ইয়াসিন খান (বসুন্ধরা কিংস), রহমত মিয়া (সাইফ স্পোর্টিং), রিয়াদুল হাসান (সাইফ স্পোর্টিং), রায়হান হাসান (আবাহনী), সুশান্ত ত্রিপুরা (বসুন্ধরা কিংস) 
    মিডফিল্ড
    সোহেল রানা (আবাহনী), জামাল ভূঁইয়া (সাইফ স্পোর্টিং), মামুনুল ইসলাম (আবাহনী), মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস), সাদ উদ্দিন (আবাহনী), মানিক হোসেন মোল্লা (চট্টগ্রাম আবাহনী), রবিউল হাসান (বসুন্ধরা কিংস)    
    ফরোয়ার্ড
    নাবিব নেওয়াজ জীবন (আবাহনী), মাহবুবুর রহমান সুফিল (বসুন্ধরা কিংস),  রকিব হোসেন (চট্টগ্রাম আবাহনী), আরিফুর রহমান (সাইফ স্পোর্টিং), মতিন মিয়া (বসুন্ধরা কিংস)