• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ১৩ ফেব্রুয়ারি শুরু লিগ, খেলা হবে মোট ৭ ভেন্যুতে

    ১৩ ফেব্রুয়ারি শুরু লিগ, খেলা হবে মোট ৭ ভেন্যুতে    

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে। ১৩ দলের লিগে এবার খেলা হবে মোট ৭টি ভেন্যুতে। প্রথমবারের মতো কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম সংযোজন হয়েছে প্রিমিয়ার লিগে। মোহামেডান স্পোর্টিং ক্লাব হোম ভেন্যু হিসেবে খেলবে কুমিল্লার মাঠটিতে। 

    বুধবার বাফুফে ভবনে বৈঠক শেষে লিগ শুরুর নতুন দিন তারিখ ও ভেন্যুর নাম নিশ্চিত করেছেন পেশাদার লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এর আগে জানুয়ারি থেকে লিগ শুরু হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে গেল প্রায় দেড় মাসের জন্য। যদিও সালাম মুর্শেদী বলছেন, তার হিসেবে লিগ পিছিয়ে "১০-১২ দিন"।  

    ফেব্রুয়ারির ৫ ও ১২ তারিখে এএফসি কাপের প্লে-অফে ম্যাচ রয়েছে আবাহনী লিমিটেডের। সালাম মুর্শেদী জানিয়েছেন ক্লাবগুলো সম্মতিতেই একবারে আবাহনীর প্লে-অফ ম্যাচ শেষে লিগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    গতবার লিগ হয়েছিল মোট ৫টি ভেন্যুতে। এর ভেতর নফেল স্পোর্টিং ক্লাব রেলিগেটেড হয়ে যাওয়ায় নোয়াখালীর বুলু স্টেডিয়াম বাদ পড়েছে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া লিগ, চট্টগ্রাম আবাহনী ফিরছে নিজেদের ঠিকানায়। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নীলফামারীর শেখ কালাম স্টেডিয়ামকেই হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে এবারও। সাইফ স্পোর্টিংয়ের ঠিকানাও ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়াম। তবে আরামবাগ ক্রীড়া সংঘ এবার ঘাটি গাড়ছে ঢাকাতেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে মোট ৭টি ক্লাব। আর মুক্তিযোদ্ধা সংসদ ফিরছে গোপালগঞ্জে, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম তাদের হোম ভেন্যু।  
     

    এক নজরে ১৩ ক্লাবের হোম ভেন্যু 
    বসুন্ধরা কিংস শেখ কামাল স্টেডিয়াম নীলফামারি 
    চট্টগ্রাম আবাহনী এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম 
    শেখ রাসেল ক্রীড়া চক্র সিলেট জেলা স্টেডিয়াম, সিলেট  
    মুক্তিযোদ্ধা সংসদ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ  
    সাইফ স্পোর্টিং ক্লাব রফিক উদ্দিন স্টেডিয়াম, ময়মনসিংহ 
    মোহামেডান স্পোর্টিং ক্লাব শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম, কুমিল্লা

    আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ এমএফএস, আরামবাগ ক্রীড়া সংঘ, বাংলাদেশ পুলিশ এফসি, উত্তরা বারিধারা এফসি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা