• অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০১৬
  • " />

     

    ২৪০ রানই যথেষ্ট হবে মিরাজদের?

    ২৪০ রানই যথেষ্ট হবে মিরাজদের?    

    এই দক্ষিণ আফ্রিকাকেই দেশের মাটিতে ৬-১ ব্যবধানে হারিয়েছিল কিছুদিন আগে। আবার দক্ষিণ আফ্রিকার মাঠে গিয়েও তাদের হারিয়ে এসেছিল বাংলাদেশি যুবারা। সেই দক্ষিণ আফ্রিকার সঙ্গেই এবার প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। প্রথমে ব্যাট করে শেষ পর্যন্ত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

     

     

    ওপেনিংয়ে নেমে সাইফ একটু নড়বড়ে  হলেও পিনাক ঘোষ ছিলেন দারুণ স্বচ্ছন্দ। সাইফ আউট হয়ে গেছেন ৬ রানে, পিনাক আশা জাগিয়েও ৪৩ রানের বেশী করতে পাননি। জয়রাজও দারুণ কিছু শটে বড় ইনিংসের প্রতিশ্রুতি দেখাচ্ছিলেন, কিন্তু তিনিও শেষ পর্যন্ত আউট হয়ে যান ৪৬ রান করে।

     

    এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চতুর্থ উইকেটে দুজনের ৬৯ রানের জুটিতে বাংলাদেশ নিরাপদ অবস্থানেই চলে যায়। মিরাজ ২৩ রানে আউট হয়ে গেলেও নাজমুল ছিলেন অবিচল। শেষ পর্যন্ত ৭৩ করে ৪৯তম ওভারে আউট হয়েছেন। শেষ দিকে দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলায় বাংলাদেশের রান ২৪০ এর বেশী হয়নি। তবে ইতিহাস বলছে, এই রানটাই যথেষ্ট হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে এর চেয়ে বেশী রান তাঁরা একবারই করতে পেরেছিল। ২৪৯ রান করেও ওই ম্যাচটি হেরেছিল দক্ষিণ আফ্রিকা।  এমনকি নিজেদের মাঠেও বাংলাদেশের সঙ্গে আড়াইশ রান করেছে মাত্র একবার।