• ওয়েস্ট ইন্ডিজের শ্রীলংকা সফর
  • " />

     

    অবশেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে ফিরলেন রাসেল

    অবশেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে ফিরলেন রাসেল    

    সেই বিশ্বকাপের পর আর খেলেননি ওয়েস্ট ইন্ডিজের হয়ে। এরপর জাতীয় দলের যখন খেলা ছিল, তিনি খেলে বেরিয়েছেন নানান ফ্র্যাঞ্চাইজি লিগে। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফিরছেন আন্দ্রে রাসেল, শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে তাকে। টি-টোয়েন্টি দলে আছেন মাত্র সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া পেসার ওশেন টমাসও।

    বিশ্বকাপের সময় চোট পেয়ে ছিটকে পড়েছিলেন রাসেল, দলের হয়ে বলার মতো তেমন কিছু করার আগেই। এরপর হাঁটুর চোট নিয়েই খেলে গেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে, রাজশাহী রয়্যালসের অধিনায়ক হয়ে জিতেছেন বিপিএল। এরপর আর কোনো ম্যাচ খেলেননি, একেবারে দেশের হয়ে খেলবে মার্চের টি-টোয়েন্টি সিরিজে।

    ওশেন টমাসের গল্পটা একটু অন্যরকম। কদিন আগে বেঁচে গেছেন ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা থেকে। গুরুতর আহত হননি অবশ্য, দেশের হয়ে খেলতে তাই বাধা নেই।

    ফিট হয়ে ১৪ জনের দলে ফিরেছেন শিমরন হেটমেয়ারও। ফিটনেস সমস্যার কারণে শ্রীলংকায় চলমান ওয়ানডে দলে রাখা হয়নি তাকে।