'ভুলে বাদ পড়ার' পর বিসিবির সাদা বলের কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সৌম্য
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হয়েছেন ব্যাটসম্যান সৌম্য সরকার। নতুন নিয়ম অনুযায়ী, শুধু সাদা বলের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তিনি, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন সংবাদমাধ্যমকে।
“সৌম্য চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় ফিরছে, তাকে সাদা বলের চুক্তির তালিকায় রাহা হবে। যেহেতু সাদা ও লাল বলের জন্য আলাদা চুক্তি করা হয়েছে, ২৪ জনের মধ্য থেকে কাটছাঁট করেছি। এখানে একটু ঝামেলা ছিল, ফলে সৌম্য বাদ পড়ে গিয়েছিল। এটা কোনও টেকনিক্যাল ইস্যু না”, বলেছেন মিনহাজুল।
রবিবার ঘোষিত ২০২০ সালের জন্য নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় ছিলেন না সৌম্য। সাদা ও লাল বল মিলিয়ে ১৬ জন ক্রিকেটারকে রাখা হয়েছিল সেখানে। এর মাঝে ৭ জন আছেন দুই বলের তালিকাতেই।
সৌম্য অবশ্য এর আগের বছরের চুক্তিতেও ছিলেন না, তবে সব মিলিয়ে ২০১৯ সালে তিনি খেলেছিলেন ২৫টি ম্যাচ।
এদিন তিনে নেমে ৩২ বলে করেছেন ৬২ রান, হয়েছেন ম্যাচসেরাও। ম্যাচে ব্যাটিং করতে নামার আগেই কেন্দ্রীয় চুক্তিতে ‘ফেরার’ কথা জেনেছিলেন তিনি, ম্যাচশেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এমন, "খবর এসেছে আমি আছি। ব্যাটিংয়ের আগে জেনেছি যে চুক্তিতে আছি।
সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সৌম্য, এর আগে নিজের বিয়ের কারণে ছুটি নিয়েছিলেন তিনি। ওয়ানডে সিরিজে পরে তাকে যুক্ত করা হলেও খেলেননি শেষ পর্যন্ত।