• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    হাত নয়, পা মিলিয়ে ম্যাচ শুরু করলেন কলিনদ্রেসরা

    হাত নয়, পা মিলিয়ে ম্যাচ শুরু করলেন কলিনদ্রেসরা    

    সূচনা সঙ্গীত বাজছে, মাঠে ঢুকেছেন বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা। বসুন্ধরা কিংস অধিনায়ক দানিয়েল কলিনদ্রেস নিজ সারি থেকে বেরিয়ে রেফারির সামনে দাঁড়িয়ে আছেন অপেক্ষায়। কিন্তু প্রতিপক্ষ অধিনায়ক চার্লস দিদিয়ের সেদিকে যাচ্ছেন না! কলিনদ্রেস ভুলে গেলেও, চার্লস দিদিয়ের মনে রেখেছেন- এখন থেকে হাত মেলানো মানা প্রিমিয়ার লিগে।


    করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের হাত মেলাতে মানা করেছে বাফুফে। এই নিয়ম চালু হয়েছে রবিবার, নীলফামারিতে  বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ দিয়ে। কোস্টারিকার হয়ে ২০১৮ বিশ্বকাপ খেলা কলিনদ্রেস পতাকা বদলের পর পা বাড়িয়ে দিয়েছেন দিদিয়েরের উদ্দেশ্যে। দুইজন পা মিলিয়ে হাসিমুখে এরপর শুরু করেছেন ম্যাচ।

    বয়সভিত্তিক দল থেকেই ফুটবলে এই শিক্ষাটা দেওয়া হয়। প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে ম্যাচ শুরু করতে হবে। আর অধিনায়ক হলে আনুষ্ঠানিকতা আরেকটু বেশি। এতোদিনের শিক্ষা তো আর রাতারাতি ভুলে যাওয়া যায় না!