• নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর
  • " />

     

    'সত্যিকারের চাপ জীবন বাঁচানোর কাজে', মেডিকেল স্টাফদের প্রতি খোলা চিঠিতে উইলিয়ামসন

    'সত্যিকারের চাপ জীবন বাঁচানোর কাজে', মেডিকেল স্টাফদের প্রতি খোলা চিঠিতে উইলিয়ামসন    

    বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কভিড-১৯ মোকাবেলায় নিউজিল্যান্ড লকডাউন হয়ে গেছে। ‘অ্যালার্ট ফোর লেভেল’ জারি করা হয়েছে সেখানে। এ ভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছেন ডাক্তার, নার্সসহ অন্য মেডিকেল স্টাফ, সঙ্গে অন্য সেবাপ্রদানকারীরা। তাদের প্রতি এক খোলা চিঠিতে ব্ল্যাকক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, সত্যিকারের চাপ জীবন বাঁচানোর কাজে। ক্রিকেটার বা অন্য ক্রীড়াবিদরা শুধু যে কাজটি ভালবাসেন, সেটিই করে যান। পুরো দেশ এই সঙ্কট মোকাবেলায় সেইসব লোকদের সঙ্গে আছে বলেও উল্লেখ করেছেন তিনি। 


    প্রিয় ডাক্তার, নার্স এবং সেবাপ্রদানকারীরা, 

    গত কয়েকদিনে এটা পরিষ্কার হয়ে গেছে, আমরা এমন একটা স্বাস্থ্যগত সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছি, যা এর আগে দেখিনি কেউ। 

    সন্দেহ নেই, আসছে দিনগুলিতে এ ব্যাপারগুলি আরও প্রকট আকার ধারণ করবে। 

    আমাদের পাশে আছেন বলে আপনাদের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ। 

    লোকে ক্রীড়াবিদদের কথা বলে, যারা পারফর্ম করার চাপে থাকে। তবে সত্যটা হলো, আমরা জীবিকার তাগিদে সেটিই করি, যা আমরা ভালবাসি। আমরা শুধু খেলি। 

    আসল চাপ হলো জীবন বাঁচানো। সত্যিকারের চাপ হলো প্রতিদিন নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে অন্যদের নিরাপত্তার জন্য কাজে যাওয়া। 

    আসছে সপ্তাহ বা মাসগুলির প্রতিটি দিন আপনি এবং আপনাদের সহকর্মীদের এই কাজটা করে যেতে হবে। 

    এই বিশাল দায়িত্বটা শুধু সবচেয়ে সদয় মানুষগুলি করতে পারবেন, যারা সবকিছুর আগে বৃহত্তর স্বার্থের ব্যাপারটি রাখে। 

    ব্ল্যাকক্যাপস হিসেবে আমরা জানি, দেশের সমর্থন পেতে কেমন লাগে। সে হিসেবেই  বলতে চাই, আপনারা একা নন। আপনাদের জানাতে চাই, পুরো দেশ আপনাদের সঙ্গে আছে। 

    আমরা এর শেষ দেখব, এর পেছনে সবচেয়ে কারণ আপনারা।