• ক্রিকেটে করোনাভাইরাস
  • " />

     

    কভিড-১৯ মোকাবেলায় পুলিশের দায়িত্ব পালন করছেন নিউজিল্যান্ড ক্রিকেটার

    কভিড-১৯ মোকাবেলায় পুলিশের দায়িত্ব পালন করছেন নিউজিল্যান্ড ক্রিকেটার    

    পুলিশ হিসেবে ২০১৩ সালেই গ্রাজুয়েশন সম্পন্ন করেছিলেন কেটি পারকিনস। চোটের কারণে নিউজিল্যান্ড দলে জায়গা হারিয়ে ২০১৮ সালে ফুলটাইম কাজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পুলিশ হিসেবে। গত বছর আবার জায়গা ফিরে পেলেন দলে। এবার নজর ছিল সামনের বছর নিজ দেশে হতে যাওয়া উইমেনস বিশ্বকাপে। তবে আপাতত ক্রিকেট থমকে আছে। পারকিনসও তাই দেশের প্রতি দায়িত্ব পালনে সুযোগ পেয়ে গেলেন আবার। ফিরলেন পুলিশের দায়িত্ব পালনে। 

    কভিড-১৯ মহামারিতে লেভেল ফোর লকডাউন চলছে নিউজিল্যান্ডে। অকল্যান্ডে ফুলটাইম পুলিশ অফিসার হিসেবে রাস্তায় দায়িত্ব পালন করছেন ৭০টি ওয়ানডে ও ৫২টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান। পারকিনস বলছেন, ক্রিকেট খেলা তার স্বপ্ন, তবে দেশের জন্য কিছু করতে পারা বেশ বড় একটা ব্যাপার। 


    ইয়ুথ এঙ্গেজমেন্ট অফিসার হিসেবে এর আগেও অকল্যান্ড পুলিশে দায়িত্ব পালন করেছেন পারকিনস/কেটি পারকিনস


    “যেহেতু ক্রিকেট খুব একটা নেই, এটা সহজ সিদ্ধান্তই ছিল”’, ওয়ান নিউজকে বলেছেন পারকিনস। “ক্রিকেট মাঠে ফার্ন পরাটা সবসময়ই আমার জন্য স্বপ্ন ছিল। তবে আমাদের কমিউনিটির জন্য কিছু করতে পারা আমার জন্য বেশ বড়।” 

    নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১০০০ জন আক্রান্ত হয়েছেন কভিড-১৯ ভাইরাসে। তবে এ মহামারি মোকাবেলায় তাদের উদ্যোগ প্রশংসিত হয়েছে বেশ। 

    অবশ্য সবকিছু ঠিকঠাক হলে আবারও ফিরবে ক্রিকেট, পারকিনস আবারও নিজের স্বপ্ন লালন করবেন। তবে বিশ্বকাপে সুযোগ না পেলেও তেমন ক্ষতি হবে না তার, “ক্রিকেট একটা উপহারের মতো। আর আমি যদি বিশ্বকাপে খেলার সুযোগ পাই আগামী বছর? ওহ, তাহলে সেটা হবে দারুণ। আর যদি না হয়? তাহলে জীবন তো এমনই!”