করোনা-পজিটিভ হয়েছেন মুমিনুল

মাহমুদউল্লাহর পর করোনা-পজিটিভ হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। কাল পরীক্ষা করানোর পর আজ পজিটিভ হওয়ার খবর পেয়েছেন। আপাতত সামান্য মাথা ঝিমঝিম ছাড়া তেমন কোনো উপসর্গ নেই। চিকিৎসাও নিচ্ছেন বাসা থেকেই।
কদিন আগেই প্রেসিডেন্টস কাপে খেলেছিলেন মুমিনুল, এরপর বায়ো বাবলের পর থেকে বাসার বাইরেই ছিলেন। এবার স্ত্রীর সঙ্গে নিজেও আক্রান্ত হলেন। সামনের কর্পোরেট টি-টোয়েন্টিতে খেলাও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল তার।
মাশরাফি বিন মুর্তজা, সাইফ উদ্দিনসহ এর মধ্যেই বেশ কজন জাতীয় ক্রিকেটার আক্রান্ত হয়েছেন করোনাতে।
প্রিয় প্যাভিলিয়ন পাঠক,
কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।
ধন্যবাদান্তে,
প্যাভিলিয়ন
- 0 মন্তব্য