• ক্রিকেটে করোনাভাইরাস
  • " />

     

    মাঠে ফিরে করোনা-বিরতির ইতিবাচক দিকও দেখছেন মুমিনুল

    মাঠে ফিরে করোনা-বিরতির ইতিবাচক দিকও দেখছেন মুমিনুল    

    ঈদের পর আজ আবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রিকেটারদের অনুশীলন। মুশফিক ব্যক্তিগত অনুশীলন শুরু করেছিলেন আগেই, আজ শুরু করলেন মাহমুদউল্লাহ ও বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক । এতোদিন বাদে মিরপুরে ফিরে অনভ্যস্ততার অনুভূতিটা স্বীকারও করলেন। তবে দীর্ঘ চার মাসের করোনা বিরতির একটা ইতিবাচক দিকও দেখছেন মুমিনুল।

    অনেক দিন পর মাঠে ফেরার পর মুমিনুল আজ বললেন, একটু নতুন নতুনই লাগছে তার, ‘অবশ্যই অনেক দিন পর ক্রিকেটে ফিরছি, খুব ভালো লাগছে। সবকিছু আসলে একটু নতুন নতুন লাগছে। প্রথম দুই-তিন বা চার-পাঁচ দিন এরকম মনে হতে পারে। আশা করি খুব দ্রুতই নিজেদের মানিয়ে নিতে পারব। এতদিন ধরে বাইরে ছিলাম, ক্রিকেটকে খুব মিস করছিলাম।’

    অবশ্য মাঠের বাইরে থাকলেও ফিটনেস অনুশীলন চালিয়ে গেছেন কমবেশি সবাই। এর মধ্যে কারস্টেনের সেশনে অংশ নিয়েছেন ক্রিকেটাররা, সামনের সেপ্টেম্বরে শ্রীলংকা যাওয়ার আগে আবার শুরু করছেন নিজেদের ঝালিয়ে নেওয়া। মুমিনুল বলছেন, মানসিক দিকটা নিয়ে এর মধ্যে কাজ করা হয়েছে তাদের, ‘লকডাউনের সময় অবশ্যই ক্রিকেট নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করা গেছে। যেহেতু অন্য কিছু করারও ছিল না। কেউ ফিটনেস নিয়ে কাজ করেছে, কেউ সাইকোলজি নিয়ে, কেউ কোচদের সাথে টেকনিক্যাল-ট্যাকটিক্যাল এসব নিয়েও কাজ করেছে। দল হিসেবে, ব্যক্তিগতভাবে উন্নতি করা যায় কিনা সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এমনিতে খেলার মধ্যে থাকলে এসব নিয়ে সবসময় চিন্তাভাবনা করা যায় না। এখন একটু আলাপ করার সময় হয়েছে। এই সময়তা ফিটনেস, মেন্টাল এই দিক দিয়ে আমাদের কাজে লেগেছে। মাঠের বাইরে কীভাবে আরও ভালো করা যায়, সেটা নিয়ে কথা হয়েছে। আশা করি, এটা আমাদের কাজে দেবে। আমার কাছে মনে হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে আমাদের যথেষ্ট প্রস্তুতি হবে। নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় আমরা পাব।’

    দীর্ঘ এই চার মাসেরও বেশি সময়ে ক্রিকেটকে যে মিস করেছেন অনেক, সেটাও বললেন মুমিনুল, ‘যেহেতু চার মাস বাইরে ছিলাম অবশ্যই ক্রিকেটকে মিস করেছি। এই সময় ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজসহ আরও কিছু দল ক্রিকেট খেলছে, সেটা অবাই জানেন। দেখে অবশ্যই খারাপ লাগে, মিস করি। তবে আমরা আশা করছি, খুব শিগগির ক্রিকেটে ফিরতে পারব। সামনে আমাদের টেস্ট ম্যাচ আছে। আশা করি তার আগে আমাদের ভালো একটা প্রস্তুতি হবে।’