৩ ভেন্যুতে ঘরোয়া গ্রীষ্মের আন্তর্জাতিক সূচি শেষ করতে পারে ইংল্যান্ড
মাত্র তিনটি ভেন্যুতে ঘরোয়া গ্রীষ্মের আন্তর্জাতিক সূচি সম্পন্ন করার কথা ভাবছে ইংল্যান্ড।
কভিড-১৯ মহামারি হুমকির মুখে ফেলে দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট মৌসুমকে, এরই মাঝে পিছিয়ে গেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপ। তবে আন্তর্জাতিক সূচি নিয়ে নতুন উপায় ভাবছে ইসিবি, এরই পরিকল্পনায় তিনটি ভেন্যুতে খেলা চালিয়ে যাওয়ার কথা ভাবছে তারা।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড, লিডসের হেডিংলি, সাউথাম্পটনের এজিয়েস বোউলের কথা ভাবা হচ্ছে। এক্ষেত্রে একটি হোটেল, অনুশীলন সুবিধার একটি গ্রাউন্ড থাকতে পারে। খেলা হবে দর্শকবিহীন স্টেডিয়ামে।
২০২০ গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা আছে ইংল্যান্ডের। দ্য টেলিগ্রাফের এক রিপোর্ট বলছে, এক জায়গায় থেকে টেস্ট, ৫ দিনের ব্যবধানে ৩টি ওয়ানডে- এভাবে সিরিজ শেষ করতে পারে ইংল্যান্ড।
ইউরোপের করোনাভাইরাস আক্রান্ত দেশগুলির মধ্যে অন্যতম বাজে অবস্থা যুক্তরাজ্যের। জন হপকিন্স ইউনিভার্সিটির ১৮ এপ্রিলের ডাটা অনুযায়ী, এখন পর্যন্ত ১ লক্ষ ১৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন কভিড-১৯ ভাইরাসে, মারা গেছেন প্রায় ১৫ হাজারের বেশি মানুষ।