• ক্রিকেটে করোনাভাইরাস
  • " />

     

    'উদ্ভাবনী উপায়ে' কোহলিদের সঙ্গে ৫ টেস্ট খেলার পরিকল্পনা ক্রিকেট অস্ট্রেলিয়ার

    'উদ্ভাবনী উপায়ে' কোহলিদের সঙ্গে ৫ টেস্ট খেলার পরিকল্পনা ক্রিকেট অস্ট্রেলিয়ার    

    কভিড-১৯ এর পরবর্তী সময়ের নিজেদের ঘরোয়া আন্তর্জাতিক সূচি নিয়ে ‘উদ্ভাবনী’ পরিকল্পনার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাডিলেডের এক হোটেলে ভারত দলকে রেখে দর্শকবিহীন মাঠে পাঁচটি টেস্ট, বিগব্যাশকে সরিয়ে নেওয়া- পরের মৌসুমের জন্য এসব ভাবছে অস্ট্রেলিয়া। 

    থমকে যাওয়া সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এ মৌসুমের নিজেদের ঘরোয়া সূচি প্রায় শেষ করে এনেছিল, তবে এখনকার প্রভাব পড়ার কথা পরের মৌসুমেও। এরই মাঝে বেশ বেতন কর্তনের মধ্য দিয়ে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেটারদের আর্থিক ব্যাপারও আছে আলোচনার মাঝে। পরের আন্তর্জাতিক মৌসুমের সূচি, ক্রিকেটার, স্টাফদের বেতন, তৃণমূল ক্রিকেট- সব মিলিয়ে ভাবতে হচ্ছে তাদের। 

    ভারতের নির্ধারিত চার ম্যাচের সূচির টেলিভিশন স্বত্ত্ব থেকে প্রায় ৩০০ মিলিয়ন ইউএস ডলার আসার কথা, সে কারণে এ সিরিজ নিয়ে আলাদা করে ভাবছে তারা। এদিকে এ বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ার কথা মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেসব নিয়ে বৃহস্পতিবার আইসিসির প্রধান নির্বাহী কমিটির মিটিং হওয়ার কথা আছে কনফারেন্স কলে। 

    ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্ট বলেছেন, বিভিন্ন দৃশ্যপট আলোচনার মাঝে আছে। শূন্য স্টেডিয়ামে ভারত সিরিজ আয়োজন করে সংস্থাটির আর্থিক অবস্থান একটু দৃঢ় করে নিতে চান তারা। 

    “আমরা অস্ট্রেলিয়া ও ভারতের পাঁচ ম্যাচ সিরিজ আয়োজনের ইচ্ছার ব্যাপারে আলোচনা করছি, যেমন আমরা ইংল্যান্ডের সঙ্গে খেলে থাকি”, মঙ্গলবার এক ভিডিও প্রেস কনফারেন্সে বলেছেন তিনি। “এটার ব্যাপারে আমরা দুই বোর্ডই প্রতিজ্ঞাবদ্ধ, নীতি অনুযায়ী ভবিষ্যতে যে বড় প্রশ্নটি আসবে সেটি হলো ২০২৩ সালের এফটিপি সাইকেলের আগে আমরা এটি করতে পারব কিনা।” 

    “আমরা জানি না পরের মৌসুমের বাস্তবতা কেমন হবে, তবে অবশ্যই দৃশ্যপট বদলাবে। প্রতি দিনই বদলাচ্ছে। ফলে সময় ঘনিয়ে আসার আগে আমরা এসবের সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না, যদিও সবকিছুই চার টেস্টের সিরিজ আয়োজনকে ঘিরেই হচ্ছে।” 

    রবার্ট বলেছেন, অ্যাডিলেড ওভালে কাজ চলা ১২৮ কক্ষবিশিষ্ট হোটেলে ভারতের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফকে একটা ‘কোয়ারান্টাইন হাব’-এর মধ্যে রাখার কথা ভাবছে। ফলে টেস্ট সিরিজ চলার সময় তাদের বাড়তি ভ্রমণের প্রয়োজন পড়বে না। 

    কভিড-১৯ মহামারি আকারে ছড়িয়ে পড়ার আগে দর্শকশূন্য স্টেডিয়ামে একমাত্র আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিল অস্ট্রেলিয়াই, নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।