• ক্রিকেটে করোনাভাইরাস
  • " />

     

    বিশ্বকাপ খেলা নিজের 'স্পেশাল' ব্যাট নিলামে তুলছেন সাকিব

    বিশ্বকাপ খেলা নিজের 'স্পেশাল' ব্যাট নিলামে তুলছেন সাকিব    

    ২০১৯ বিশ্বকাপে ব্যবহার করা নিজের ‘স্পেশাল’ ব্যাট নিলামে তুলছেন সাকিব আল হাসান। এ নিলাম থেকে প্রাপ্ত অর্থ নিজের গড়া ফাউন্ডেশনের মাধ্যমে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। 

    “২০১৯ বিশ্বকাপে যে ব্যাট দিয়ে খেলেছি, সেটা একটা কুসংস্কারের মতো হয়ে গিয়েছিল, টেপ লাগিয়ে লাগিয়ে খেলেছিলাম”, নিজের ফাউন্ডেশন থেকে ফেসবুক লাইভে এসে বলেছেন সাকিব। “যেহেতু ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স ছিল, বোলিংয়েও ছিল।” 

    ইংল্যান্ড বিশ্বকাপে ১১ উইকেট নেওয়ার সঙ্গে তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান করেছিলেন সাকিব, এ ব্যাট দিয়েই করেছিলেন সেসব রান। সাকিব বলছেন, যারা ক্রিকেট ভালবাসেন, তাদের জন্য ভাল একটি স্মারক হতে পারে এই ব্যাট। 

    “এ ব্যাটটা আমার কাছে খুব স্পেশাল। শুধু বিশ্বকাপ নয়, এক বছরে এ ব্যাট দিয়ে তিন ফরম্যাট মিলিয়ে প্রায় ১৫০০ রান করেছিলাম আমি। এখন এমনিতেও এটি আর ব্যবহার করা হচ্ছে না, যেহেতু আমি খেলছি না আপাতত। তবে ভাল একটা কারণে প্রিয় এ ব্যাটটি নিলামে তুলতে চাই।” 

    “আমাদের ফাউন্ডেশন থেকে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আগ্রহীরা নিলামে অংশ নিতে পারেন। বুধবার রাতে এ নিলাম হওয়ার কথা।” 

    সাকিব নিলামে কিছু স্মারক তোলার কথা বলেছিলেন আগেই। 

    মুশফিকুর রহিম তার প্রথম ডাবল সেঞ্চুরি- যা বাংলাদেশেরও প্রথম- করা ব্যাটটি এরই মাঝে নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।