• ক্রিকেটে করোনাভাইরাস
  • " />

     

    নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের সেই ব্যাট

    নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের সেই ব্যাট    

    করোনা ভাইরাসের জন্য তহবিল গড়তে নিজের ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান। সেই ব্যাট শেষ পর্যন্ত ২০ লাখ টাকা দিয়ে কিনে নিলেন রাজ নামে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাঙালি। এই টাকা ব্যয় করা হবে করোনা-যুদ্ধে দাতব্য কাজে। 

    সাকিব আল হাসান ফাউন্দেশন থেকে আগেই ঘোষণা দিয়েছিলেন নিলামে ব্যাট তোলার। এই ব্যাট দিয়ে বিশ্বকাপে খেলেছিলেন গত বছর, ইতিহাস গড়ে করেছেন রানের পর রান। সেই ব্যাট আজ নিলামে ওঠার পর ভিত্তিমূল্য ছিল পাঁচ লাখ টাকা। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দাম। সাকিব পরে নিজেই লাইভে এসেছিলেন দাতব্য তহবিলের পরিকল্পনা ও ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় বিক্রি হলো সেই ব্যাট। তার আগে কাল ঘোষণার সময় সাকিব বলেছিলেন, 'এ ব্যাটটা আমার কাছে খুব স্পেশাল। শুধু বিশ্বকাপ নয়, এক বছরে এ ব্যাট দিয়ে তিন ফরম্যাট মিলিয়ে প্রায় ১৫০০ রান করেছিলাম আমি। এখন এমনিতেও এটি আর ব্যবহার করা হচ্ছে না, যেহেতু আমি খেলছি না আপাতত। তবে ভাল একটা কারণে প্রিয় এ ব্যাটটি নিলামে তুলতে চাই।” '