শ্রীলংকা সফরের ব্যাপারে এখনই ভাবছে না বিসিবি
সম্ভাবনাটা জেগেছিল শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ঘোষণার পর। জুলাইয়ে ভারত ও বাংলাদেশকে আতিথ্য দেওয়ার ব্যাপারে তারা প্রস্তুত, কদিন আগে জানিয়েছিল লংকান বোর্ড। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ জাতীয় ক্রীড়া পরিষদে বলেছেন, এখনো সফরের মতো কোনো সিদ্ধান্ত থেকে অনেক দূরে আছে বিসিবি। সবার আগে বাংলাদেশ যাবে, এমন সম্ভাবনাও আপাতত নাকচ করে দিয়েছেন।
এর মধ্যেই আয়ারল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর স্থগিত হয়ে গেছে। করোনা ভাইরাসকালীন দুর্যোগে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট কবে গড়াবে, সে ব্যাপারেও কিছু বলা যাচ্ছে না। তবে শ্রীলংকায় করোনা ভাইরাসের বিস্তার সীমিত হওয়ার কারণে দেশটি ঘোষণা দিয়েছিল, তারা জুলাইতে সিরিজের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। তবে আজ বিসিবি সভাপতি বলেছেন, এখনো দুই বোর্ডের মধ্যে কোনো কথা হয়নি, ‘না কোন আলোচনা হয়নি। আলোচনা হবে কীভাবে? আমি তো কোন তারিখ দিতে পারব যে জুলাইতে খেলব, আগস্টে খেলব । কিছুই ত জানি না। কাজেই সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। এখানে বিশ্বকাপ যেটা ছিল সেটাই পেছানোর কথা বলছে। এখানে দ্বিপাক্ষিক কি হবে এটা বলা অত্যন্ত কঠিন। মানে বলতে চাই আইসিসি ইভেন্টগুলো কবে হবে আমরা জানি না জানতে পারি। তাহলে ওই অনুযায়ী আবার রিশিডিউল করতে হবে।’
শ্রীলংকার পরিস্থিতি ভালো হলেও বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে নাজমুল হাসান এই মুহূর্তে সফরের ভাবনা মাথায় আনছেন না ‘দেখেন হোস্ট করতে চাইলেই তো হলো না। আমরা পাঠাতে পারব কিনা, আমাদের খেলোয়াড়দের পাঠানো ঠিক হবে কিনা এই মুহুর্তে। কোথায় থাকবে, কী করবে। এগুলো সহজ সিদ্ধান্ত না। একটা জায়গা এখন ভাল আছে, একমাস পরে দেখা গেল আবার হচ্ছে ওখানটায়। এটা তো বলা যাচ্ছে না শেষ হবে কোথায়। বা কখন কী পরিস্থিতি।’
বাংলাদেশ সবার আগে ক্রিকেট খেলবে এমন সম্ভাবনাও বিবেচনায় আনতে চাইছেন না বিসিবি সভাপতি, ‘আমরা অন্যদের পর্যবেক্ষণ করব। আইসিসি কি করে, এসিসি কি করে। অন্য দেশগুলো কি করছে। এখন পর্যন্ত কেউ নির্দিষ্ট তারিখ দিলে বলতে পারিনি খেলা কবে হবে। আমরাই এক্ষেত্রে প্রথম হবো এটা ভাবা ঠিক না।’
আজ জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ২৩ টি ফেডারেশনের ৫০১ জন ক্রীড়াবিদের জন্য ১০ হাজার টাকা করে চেক করে তুলে দিয়েছেন বিসিবি সভাপতি। অসহায় ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি, সেই অনুযায়ী আজ নাজমুল হাসান প্রায় ৫০ লাখ টাকার এই আর্থিক সহায়তা দিলেন।