• ক্রিকেটে করোনাভাইরাস
  • " />

     

    করোনা পজিটিভ হয়েছেন তৌফিক উমর

    করোনা পজিটিভ হয়েছেন তৌফিক উমর    

    করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান তৌফিক উমর। কাল জ্বরের উপসর্গ দেখা দেওয়ার পর করোনা ভাইরাস টেস্ট করান তিনি, ফলাফল পজিটিভ আসে। এরপর নিজেই এই খবর জানিয়েছেন। তবে অন্য কোনো উপসর্গ নেই তার, শারীরিকভাবেও সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন। বাসায় অন্যদের চেয়ে আলাদা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

    আন্তর্জাতিক ক্রিকেটারদের মাঝে এর মাঝেই কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। স্কটল্যান্ডের মাজিদ হক প্রথম করোনা ভাইরাস পজিটিভ হন। এরপর পাকিস্তানের জাফর সরফরাজ ও দক্ষিণ আফ্রিকার সোলো এনকুয়েনির করোনা ভাইরাস পজিটিভ হওয়ার খবর আসে।

    তৌফিক উমর অবশ্য জ্বর জ্বর ভাব দেখা দেওয়ার পরেই টেস্ট করিয়েছিলেন। এর পরেই ফল পজিটিভ আসে। ২০০১ সালে মুলতানে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু হয় তার। এরপর ৪৪ টেস্টে প্রায় ৩৮ গড়ে ২৯৬৩ রান করেছেন। ২০১৪ সালে সর্বশেষ খেলেছিলেন দেশের হয়ে। খেলা ছাড়ার পর পিসিবির জুনিয়র নির্বাচক হিসেবে কাজ করছিলেন তিনি।