হেরোইন রাখার অভিযোগে গ্রেফতার, পরে নিষিদ্ধ শ্রীলঙ্কা পেসার মাদুশাঙ্কা
গাড়িতে হেরোইন পাওয়ার অভিযোগে পুলিশের কাছে গ্রেফতার, এবং পরে শ্রীলঙ্কা ক্রিকেটের কাছ থেকে নিষেধাজ্ঞা পেয়েছেন পেসার শেহান মাদুশাঙ্কা। গ্রেফতার হওয়ার তিন দিন পর এক বিবৃতিতে তাকে সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে সেদেশের ক্রিকেট বোর্ড।
বিবৃতিতে বলা হয়েছে, "শ্রীলঙ্কা ক্রিকেট শেহান মাদুশাঙ্কাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যা অনতিবিলম্বে কার্যকর হবে। অবৈধ ড্রাগ রাখার অভিযোগে পুলিশের কাছে গ্রেফতার এবং রিমান্ডে নেওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
শনিবার মাদুশাঙ্কা ছিলেন এমন গাড়ি থেকে দুই গ্রামের বেশি হেরোইন জব্দ করেছে পান্নালা পুলিশ। শ্রীলঙ্কার উত্তর-পূর্ব দিকের শহর নেগোম্বোতে গ্রেফতার হয়েছেন তিনি। বিচারকের সামনে হাজির করার পর আপাতত রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। পুলিশি হেফাজতেই আছেন তিনি।
বোর্ডের পুরো অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন তিনি, বিবৃতিতে বলা হয়েছে এমন।
২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার। একমাত্র ওয়ানডেতে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। তবে এরপর থেকে জাতীয় দলের রাডারের ভেতর নেই তিনি। কভিড-১৯ এর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরলে সেখানেও ফেরার সম্ভাবনা নেই তার।
তবে ঘরোয়া ক্রিকেটে বেশ নিয়মিতই ছিলেন এই পেসার। কভিড-১৯ এর কারণে স্থগিত হয়ে যাওয়ার আগে ৬ মার্চ শুরু হওয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্রিমিয়ার লিগে নন্ডেস্ক্রিপ্টের বিপক্ষে বেদুরেলিয়া ক্রিকেট ক্লাবের হয়েও খেলছিলেন তিনি। ২৫ বছর বয়সী এ পেসার সব মিলিয়ে ১৪টি প্রথম শ্রেণির সঙ্গে খেলছেন ১৯টি লিস্ট 'এ' ও ১৭টি টি-টোয়েন্টি।
অবশ্য শৃঙ্খলাজনিত কারণে এর আগে এমন আলোচনাতে এর আগে আসেননি মাদুশাঙ্কা।
দেশ হিসেবে অবশ্য এমন ড্রাগের ব্যাপার হালকাভাবে নেয় না শ্রীলঙ্কা। তবে অভিযোগ প্রমাণিত হলে শ্রীলঙ্কা ক্রিকেট থেকে কঠিন শাস্তিই পেতে পারেন তিনি।