• ক্রিকেটে করোনাভাইরাস
  • " />

     

    করোনাভাইরাসে আক্রান্ত নাজমুল ইসলাম অপুও

    করোনাভাইরাসে আক্রান্ত নাজমুল ইসলাম অপুও    

    করোনাভাইরাস কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। এ মহামারি ছড়িয়ে পড়ার পর থেকেই অসহায়দের সহায়তায় কাজ করছিলেন তিনি। নরসিংদিতে ত্রাণ দিয়ে ফেরার পর শরীর খারাপ লেগেছিল, এরপর পরীক্ষা করিয়ে কভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি। 

    “গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ (শনিবার) দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি”, রাইজিংবিডিকে বলেছেন এই বাঁহাতি স্পিনার। 
     


    শনিবার কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন ওয়ানডেতে সদ্য বিদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। নিজের ফেসবুক পেইজে এরপর সবার কাছে দোয়া চেয়েছেন তিনি, “আজকে আমার কভিড-১৯ এর ফল পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।

    “আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি।  করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”
     


    কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফীস ইকবালও। 

    বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০ জুন, শনিবারের আগ পর্যন্ত সারাদেশে কভিড-১৯ এ শনাক্ত রোগির সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন। এ মহামারিতে এখন পর্যন্ত বাংলাদেশে মারা গেছেন ১ হাজার ৪২৫ জন।