• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কিছু ক্লাব চাইলেই আইন ভাঙতে পারে : মরিনহো

    কিছু ক্লাব চাইলেই আইন ভাঙতে পারে : মরিনহো    

    আবারও ম্যানচেস্টার সিটিকে নিশানা বানালেন টটেনহাম ম্যানেজার হোসে মরিনহো। ‘কিছু ক্লাব চাইলেই আইন ভাঙতে পারে’ এবং ‘তাদের ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ে ভাবার কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন তিনি।

    ইউয়েফার আর্থিক সঙ্গতি নীতি (এফএফপি) লঙ্ঘনের অভিযোগে ইউরোপ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল সিটিজেনরা। তবে সেই শাস্তির বিরুদ্ধে কোর্ট অফ আর্বিট্রেশন ফোর স্পোর্টসে (সিএএস) আপিল করে শাস্তি থেকে অব্যাহতি পেয়েছে ক্লাবটি। তবে আদালতের রায়ে সিটি বেঁচে গেলেও বিষয়টি মেনে নিতে পারছে না সিটির প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বীরা। লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ এবং মরিনহোরা রায়ের পরপরই নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে এসব শুনে সিটি ম্যানেজার পেপ গার্দিওলাও চুপ থাকেননি, সমালোচকদের সিটির কাছে ক্ষমা চাওয়া উচিৎ বলে মন্তব্য করেছিলেন তিনি।


    শুক্রবার সংবাদ সম্মেলনে মরিনহোকে টটেনহামের দলবদলের নীতি নিয়ে প্রশ্ন করা হলেই পরোক্ষে সিটির প্রসঙ্গ নিয়ে আসেন তিনি, “কিছু ক্লাবের জন্য এটা (দলবদল) অনেক সহজ। আইন ভেঙে, ফিনান্সিয়াল ফেয়ার প্লের তোয়াক্কা না করে ইচ্ছে মতো খরচ করার মাধ্যমে ভালো খেলোয়াড়দের আনতে পারে তারা।”

    “তবে যেসব ক্লাব আইন মেনে কাজ করতে চায়, তাদের জন্য এটা একটু কঠিন। আমরা আইন ভাঙা ক্লাব অথবা ফেয়ার প্লে-র তোয়াক্কা না করা ক্লাব হিসেবে পরিচিত হতে চাই না। আর টটেনহামে দলবদলের বিষয়টি বেশ জটিল।”