• ক্রিকেটে ফেরা
  • " />

     

    শ্রীলঙ্কা সফরের আগে বিসিবির ভাবনায় আবাসিক ক্যাম্প

    শ্রীলঙ্কা সফরের আগে বিসিবির ভাবনায় আবাসিক ক্যাম্প    


    শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটারদের নিয়ে আবাসিক ক্যাম্প করবে বিসিবি। ক্রিকেটারদের আইসোলেশনে রেখে কোভিড-১৯ টেস্ট করানোর পরই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। 

    জুলাই-আগস্টে তিন টেস্টের সিরিজের জন্য শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতিতে স্থগিত করা হয়েছিল সেটি। এরপর এশিয়া কাপ, মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপও স্থগিত হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা সফরের ব্যাপারটি এসেছে আলোচনায়। প্রাথমিকভাবে শুধু তিনটি টেস্টের কথা থাকলেও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলার ব্যাপারেও আলোচনা চলছে দুই বোর্ডের, নিশ্চিত করেছেন নিজাম। 

    সোমবার তিনি বলেছেন, “শ্রীলঙ্কা সফরের জন্য প্রাথমিকভাবে তিনটি টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি খেলার প্রস্তাব এসেছে, আমাদের মাঝে কথা হচ্ছে। নিয়মিত যোগাযোগ হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে। সূচি চূড়ান্ত হয়নি, কোন কোন ফরম্যাট খেলব, সেটা চূড়ান্ত করার পর সূচি চূড়ান্ত হবে।” 


    কোভিড-১৯ এর কারণে কার্যত সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ থাকার পর ঈদের আগে থেকেই ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের সুযোগ করে দিয়েছে বিসিবি। ঈদের পর যোগ দিয়েছেন আরও কয়েকজন ক্রিকেটার, সোমবার এসেছিলেন মেয়ে ক্রিকেটাররাও। 

    আপাতত ব্যক্তিগত অনুশীলন করলেও শ্রীলঙ্কা সফরের আগে সবাইকে নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে বিসিবি, তবে সেটি হবে আবাসিক ক্যাম্প, “জাতীয় দলের ক্যাম্প (সফরের) সূচি চূড়ান্ত হওয়ার পর ঠিক হবে। তবে যে পরিকল্পনা আছে, যদি সেপ্টেম্বরের শেষের দিকে শ্রীলঙ্কা সফর করি, তাহলে এর আগে কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করা হবে।”


    “জাতীয় দলের সম্ভাব্য ক্রিকেটারদের একটা অ্যাপের অধীনে নেওয়া হয়েছে, কোভিড-১৯ ওয়েল-বিং অ্যাপ, যার মাধ্যমে ক্রিকেটারদের স্বাস্থ্যের খবর রাখছেন আমাদের মেডিকেল কর্মকর্তারা। ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে আইসোলেশনে রেখে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা নেব ক্রিকেটারদের, এরপর আমরা আবাসিক ক্যাম্পের প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

    আপাতত মিরপুরসহ দেশের কয়েকটি ভেন্যুতে আলাদা আলাদা সময়ে অনুশীলন করছেন ক্রিকেটাররা। তবে শ্রীলঙ্কা সফরের আগে প্রস্তুতিটা খুব ভাল হবে বলেই আশা করেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।