খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে গেল প্রেসিডেন্টস কাপের ফাইনাল
বাজে আবহাওয়ার কারণে পিছিয়ে গেছে প্রেসিডেন্টস কাপের শুক্রবারের ফাইনাল। মাহমুদউলাহ ও নাজমুল একাদশের ফাইনালটি এখন একই সময়ে হবে ২৫ অক্টোবর, রবিবার, এক অফিশিয়াল বিবৃতিতে জানিয়েছে বিসিবি।
“আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার বাজে পূর্বাভাসের কারনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে”, বলেছে বিসিবি।
কোভিড-১৯ বিরতির পর জাতীয় দল ও এইচপি দলের ক্রিকেটারদের তিনটি স্কোয়াডে ভাগ করে শুরু হয়েছিল এই ৫০ ওভারের টুর্নামেন্ট। ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে খেলার পর ফাইনালে উঠেছিল মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্তর দল, শেষ ম্যাচে হেরে বিদায় নিয়েছে তামিম ইকবালের দল।
শুক্রবারের ফাইনালের আগে আনুষ্ঠানিকভাবে কথাও বলেছিলেন দুই অধিনায়ক। তবে বৃহস্পতিবার বিকালে নেওয়া হলো এমন সিদ্ধান্ত।
এমনিতেই এ টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই ছিল রিজার্ভ ডে। বৃষ্টি হানা দিয়েছে প্রায় প্রতি ম্যাচেই, তবে রিজার্ভ ডে-তে যায়নি কোনও ম্যাচই। শেষ তামিম ও নাজমুল একাদশের ম্যাচটি নেমে এসেছিল ৪১ ওভারে।
বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে ঢাকায়, ওয়েদারডটকমের সূত্রমতে, শুক্রবার আছে প্রবল বর্ষণের পূর্বাভাস। শনিবার সকাল ও সন্ধ্যায়ও আছে বৃষ্টির সম্ভাবনা।
প্রেসিডেন্টস কাপে সবকটি ম্যাচই হয়েছে দিবা-রাত্রির, ফাইনালও রবিবার শুরু হওয়ার কথা ১.৩০-এ।